বৃহস্পতিবার থেকেই ধীরে ধীরে কয়েকটি জেলায় চালু হয় ইন্টারনেট৷ শুক্রবার আরও কয়েকটি জেলায় চালু হল ইন্টারনেট পরিষেবা৷ আধিকারিকরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের জেলা থেকে হিংসার কোনও বড় ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে স্বাভাবিক অবস্থার দিকে নজর রেখে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হয়েছে।
প্রথমে মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরের সমস্যা বিধ্বস্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে চালু করা হয়। উত্তর ২৪ পরগনার বসিরহাট, হাওড়া, বারাসত, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও পরিষেবা চালু হয়েছে।
advertisement
মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর-ক্যানিংয়ে ও উত্তর ২৪ পরগণার বারাসত,বসিরহাটে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়৷ বহিরাগতদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির ও অশান্তি ছড়াতে মদত দেওয়ার অভিযোগ ৷ তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন৷