TRENDING:

International Yoga Day 2021: 'এক বিশ্ব, এক স্বাস্থ্য'-র লক্ষ্যপূরণে এবার M-Yoga অ্যাপ আনছে মোদি সরকার

Last Updated:

সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day 2021) জাতির উদ্দেশে বার্তায় 'এক বিশ্ব, এক স্বাস্থ্য'-র (One World One Health) লক্ষ্যপূরণের পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day 2021) জাতির উদ্দেশে বার্তায় 'এক বিশ্ব, এক স্বাস্থ্য'-র (One World One Health) লক্ষ্যপূরণের পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এবার M-Yoga অ্যাপ আনছে মোদি সরকার। এই অ্যাপে বিভিন্ন ভাষায় যোগাসনের ভিডিও থাকবে। যা দেখে যোগাভ্যাস করতে পারবেন বিশ্ববাসী। মোদি সরকারের 'এক বিশ্ব, এক স্বাস্থ্য'-র (One World One Health) লক্ষ্যপূরণই এই অ্যাপ তৈরির কারণ। এই অ্যাপে যোগাসনের মাধ্যমে গোটা বিশ্বের মানুষকে এক সূত্রে গেঁথে ফেলা সম্ভব হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
advertisement

advertisement

সোমবার, ২১ জুন পূর্ব নির্ধারিত সময় মতোই ভোর সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। গেরুয়া কুর্তা পাজামায় দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, 'যখন কোভিড আছড়ে পড়েছিল, তখন কোনও দেশই প্রস্তুত ছিল না। এই সময় যোগাভ্যাস মানুষের ভিতর থেকে শক্তির জোগানদাতা হয়ে উঠেছে। যোগ নিজস্ব নিয়মানুবর্তিতা, এবং মানুষ যে এই ভাইরাসের মোকাবিলায় সক্ষম সেই শক্তির জোগান দেয়। প্রথম সারির করোনা যোদ্ধারা আমাকে বলেছেন, যোগাভ্যাস তাঁদের এই শক্তি দিয়েছে।'

advertisement

করোনাভাইরাসের কালবেলায় (Coronavirus 2nd Wave) যোগাভ্যাস (Yoga) মানুষের ভিতরকার আভ্যন্তরীণ শক্তির জোগানদাতা হয়ে উঠেছে। এই মারণ ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার শক্তি জোগাচ্ছে এই অভ্যেস। সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে (7th International Yoga Day 2021) জাতির উদ্দেশে বার্তায় বলেছেন এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, 'যোগাভ্যাস নেতিবাচকতা থেকে ইতিবাচক, ক্লান্তি থেকে শক্তির পথপ্রদর্শনকারী।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মোদির দাবি, 'করোনাকালে যোগাসনের প্রতি মানুষের ঝোঁক আরও বেড়েছে। বিশ্বের বেশিরভাগ দেশেই যোগ দিবস কোনও পুরনো ঐতিহ্যশালী উৎসব নয়। এমন কঠিন সময়ে মানুষ যখন এত অসুবিধার মধ্যে রয়েছেন, তখন যে কেউই এটা ভুলে যেতে পারেন। কিন্তু মানুষের যোগের প্রতি উৎসাহ দিন দিন বেড়েছে। যোগের প্রতি ভালোবাসা আরও প্রকট হয়েছে।' প্রধানমন্ত্রীর কথায়, 'কোভিডের সময় বিভিন্ন গবেষণায় উঠে এসেছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগাভ্যাসের জুড়ি মেলা ভার। আমরা দেখেছি বিভিন্ন অনলাইন ক্লাসের শুরুতেও শ্বাসের ব্যায়াম ও যোগাসন করানো হচ্ছে। বাচ্চাদের এতে অনেক সুবিধে হবে করোনার মোকাবিলা করতে।'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
International Yoga Day 2021: 'এক বিশ্ব, এক স্বাস্থ্য'-র লক্ষ্যপূরণে এবার M-Yoga অ্যাপ আনছে মোদি সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল