অন্যদিকে, বন্দে ভারত মিশনের চতুর্থ পর্যায় চলছে৷ তার মেয়াদও ৩১ জুলাই শেষ হওয়ার কথা৷ এর ফলে দুটি সম্ভাবনা তৈরি হচ্ছে৷ প্রথমত, হয় বন্দে ভারত মিশনের সময়সীমা আরও বাড়াতে পারে পঞ্চম পর্যায় পর্যন্ত৷ না হলে ঘরোয়া বা ডোমেস্টিক বিমান পরিষেবার মডেলে অগাস্টে আন্তর্জাতিক বিমান পরিষেবাও শুরুতে ছাড়পত্র দিতে পারে কেন্দ্র৷
গত ২৫ মে ডোমেস্টিক বিমান পরিষেবা চালু করার নির্দেশ দেয় কেন্দ্র৷ ক্যাপাসিটি কমিয়ে পরিষেবা এক তৃতীয়াংশ করা হয়৷ এই একই ফর্মুলা আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রেও কার্যকর করা হতে পারে বলে সূত্রের খবর৷ জুলাই মাসের শেষে ডোমেস্টিক বিমান পরিষেবাতেও ক্যাপাসিটি ৪৫ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হতে পারে৷
advertisement
গত ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রয়েছে ভারতে৷ অগাস্টের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা প্রবল৷