TRENDING:

মহারাষ্ট্রে ৪০ জন বিধায়কের জেতার সম্ভাবনা নেই, অন্তর্বর্তী সমীক্ষায় চাপে বিজেপি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লোকসভা নির্বাচনের আগে চলে অন্তর্বর্তী সমীক্ষা আর এবার সেই অন্তর্বর্তী সমীক্ষার জেরেই ঘুম উড়েছে মহারাষ্ট্র বিজেপির । মহারাষ্ট্র বিজেপির তরফ থেকেই চালানো হয়েছিল একটি সমীক্ষা যেখানে দেখা গিয়েছে ৮ জন সাংসদ ও ৪০ জন বিধায়কের জেতার সম্ভাবনা বেশ ক্ষীণ । এই খবরেই রীতিমত ঘুম উড়েছে বিজেপির ।
advertisement

আরও পড়ুন: আরব সাগরের উপর দিয়ে ধেয়ে আসছে লুবান ঘূর্ণিঝড়, ১৩০ জন নাবিককে নিরাপদ স্থানে সরাল নৌসেনা 

এই সমীক্ষার মাধ্যমেই ভোটারদের কাছে নির্বাচিত প্রতিনিধিদের কাজের বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল । এর সঙ্গে জানতে চাওয়া হয়েছিল কর্মরত প্রতিনিধিদের তাঁরা পুনঃনির্বাচিত করবেন কি না। এর উত্তরেই বিজেপি প্রতিনিধিদের নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ । শোলাপুরের সাংসদ শরদ বানসোদে, ধুলের সাংসদ সুভাষ ভামরে ও রক্ষা খাড়সের কাজে মোটেই খুশি নয় মানুষ, বলছে এই সমীক্ষা । বিরোধী কংগ্রেস জোট নিয়েও চাপে থাকার সম্ভাবনা রয়েছে বিজেপির, বলছে সমীক্ষার রিপোর্ট ।

advertisement

আরও পড়ুন: সর্বাধিক ভোট পেয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত ভারত

যদিও প্রতিনিধিরা কাজ করছেন না, এই বক্তব্য খারিজ করে দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি রাওসাহেব দাঙ্গে । এই ধরনের সমীক্ষাগুলির সাহায্যে কেবলমাত্র নিজেদের কোনও ঘাটতি পূরণ করে নেওয়ার চেষ্টা করেন দলের সদস্যরা । তাঁর মতে প্রতিনিধিরা প্রসংশনীয় ভাবে কাজ করে চলেছেন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Report: Praful Salunkhe

বাংলা খবর/ খবর/দেশ/
মহারাষ্ট্রে ৪০ জন বিধায়কের জেতার সম্ভাবনা নেই, অন্তর্বর্তী সমীক্ষায় চাপে বিজেপি