TRENDING:

চিনা মোবাইল ও অ্যাপে দেখা যাচ্ছে না ভারত-চিন সর্ম্পকিত কোনও তথ্যই ! চিন্তায় নেটিজেনরা !

Last Updated:

এমন তথ্যও সামনে আসছে, যে ভারতের কিছু বিষয় বাছাই করে চিনা প্ল্যাটফর্মে নিশিদ্ধ করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লাদাখের গালওয়ান ভ্যালিতে রক্তারক্তির পরে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক এখন চরম খারাপ জায়গায়৷ ইতিমধ্যেই ভারতের ২০ জন জওয়ানকে হত্যা করেছে চিন৷ দেশের মানুষ ফুঁসছে চিনের বিরুদ্ধে৷ চিনা পণ্য বয়কট শুরু হয়েছে৷ এর মধ্যেই নতুন তথ্য পাওয়া গেল। চাইনিজ অ্যাপ ব্যবহার করা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। এবার সেই চাইনিজ অ্যাপে পড়া যাচ্ছে না ভারতের অনেক কিছুই।
advertisement

চিন শুধু তাঁদের দেশের মানুষের মুখ বন্ধ করে রেখেছে এমন নয়। চিনের সোশ্যাল মিডিয়া অ্যাপ 'উইচ্যাট অ্যাপ দিলিট করে দিয়েছে ভারতের প্রধাণমন্ত্রী নরেন্দ্রমোদির বক্তব্য। ভারত-চিন নিয়ে নরেন্দ্রমোদির বক্তব্য দেখা যাচ্ছে না এই অ্যাপে। ট্যুইটারে আদিত্য রাজ কল এই বিষয়ে পোস্ট করার পর। সেই পোস্ট রিট্যুইট করেন অনেকেই। এমন তথ্যও সামনে আসছে, যে ভারতের কিছু বিষয় বাছাই করে চিনা প্ল্যাটফর্মে নিশিদ্ধ করা হচ্ছে। এমনকি কিছু চাইনিজ ফোনেও ভারত চিন সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য বা লাদাখ সীমান্তে ঘটা কোনও কিছুই পড়া বা দেখা যাচ্ছে না। ফোনগুলি রিড করছে না। এই ঘটনায় অনেকেই অশনি সংকেত দেখতে পাচ্ছেন।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের সকালের জলখাবার! মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে 'ধুকি' পিঠা 
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
চিনা মোবাইল ও অ্যাপে দেখা যাচ্ছে না ভারত-চিন সর্ম্পকিত কোনও তথ্যই ! চিন্তায় নেটিজেনরা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল