ইন্দ্রানী মুখোপাধ্যায়ের মেয়ে বিধি মুখোপাধ্যায় থাকেন লন্ডনে৷ দীর্ঘ দিন সেখান থেকেই পড়াশোনা করতেন তিনি৷ তিনি ভারতে ফিরছেন আগামী ১০ সেপ্টেম্বর৷ তিনি বলছেন, নিজের মায়ের স্নেহে বঞ্চিত তিনি৷ তাঁর অভিযোগ, ২০১৫ সাল থেকে আমি মায়ের স্নেহ থেকে বঞ্চিত৷ তাই এখন তিনি চান, মায়ের স্নেহ থেকে যেন আর বঞ্চিত না হতে হয়৷ সেই কারণেই তিনি মায়ের কাছে থাকতে চান৷
advertisement
আরও পড়ুন: শুভেন্দুর আর্জি খারিজ! কুণালের মানহানি মামলায় দিতে হবে সশরীরে হাজিরা
ইন্দ্রানীর মেয়ে রজনিত সাংগলের তরফ থেকে যে আবেদন জানিয়েছেন, তিনি বলেছেন, ইন্দ্রানীর সঙ্গে তাঁর মায়ের বিচ্ছেদ তাঁকে বিভিন্ন ভাবে মানসিকভাবে বিদ্ধস্ত করে দিয়েছে৷ এখন তিনি তাঁর ব্যক্তিগত জীবনে বারংবার মানসিক সমস্যার মুখে পড়ছেন৷ পরিস্থিতির সঙ্গে কিছুতেই মানিয়ে নিতে পারছেন না৷ সেই কারণেই তিনি এখন মায়ের সঙ্গে থাকতে চাইছেন৷