TRENDING:

Mahua Moitra: বহিষ্কৃত হয়েছিলেন ইন্দিরাও, মহুয়ার মতোই অতীতে 'শাস্তি' পেয়েছেন আরও ১৬ সাংসদ

Last Updated:

ভারতীয় গণতন্ত্রে সাংসদদের বহিষ্কার়ের উদাহরণ অবশ্য আরও বেশ কয়েকটি নাম রয়েছে৷ এমন কি, এই তালিকায় নাম রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিরও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মহুয়া মৈত্রের বহিষ্কারের সঙ্গে অনেকেই ২০০৫ সালে ইউপিএ আমলে এগারো জন সাংসদকে বহিষ্কারের উদাহরণ টানছেন অনেকে৷ তবে ভারতীয় গণতন্ত্রে সাংসদদের বহিষ্কার়ের উদাহরণ অবশ্য আরও বেশ কয়েকটি নাম রয়েছে৷ এমন কি, এই তালিকায় নাম রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিরও৷
মহুয়ার মতোই সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকেও৷
মহুয়ার মতোই সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকেও৷
advertisement

একনজরে দেখে নেওয়া যাক, মহুয়া মৈত্রের মতোই অতীতে আর কোন কোন সাংসদকে বহিষ্কার করা হয়েছে-

এইচ জি মুদগল

ইতিহাস বলছে, ১৯৫১ সালে প্রথম বার বহিষ্কৃত হয়েছিলেন কংগ্রেস সাংসদ এইচ জি মুদগল৷ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ঘুষ নেওয়ার অভিযোগে বহিষ্কৃত করা হয় মুদগলকে৷

ইন্দিরা গান্ধি

মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৭৮ সালের ১৪ ডিসেম্বর বহিষ্কার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে৷ সংসদে ইন্দিরাকে বহিষ্কারের প্রস্তাবও পেশ করেন তৎকালীন প্রধানমন্ক্রী মোরারজি দেশাই৷ এই প্রস্তাবের সমর্থনে ভোট পড়ে ২৭৯টি৷ বিপক্ষে ভোট পড়েছিল ১৩৮টি৷ সেই সময় পৃথিবীর কোনও গণতন্ত্রে ইন্দিরাই ছিলেন প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রী, যাঁকে স্বাধিকার ভঙ্গের অভিযোগে সংসদ থেকে বহিষ্কার করা হয়৷

advertisement

সুব্রহ্মণ্যম স্বামী

তৎকালীন জনসঙ্ঘের নেতা সুব্রহ্মণ্যম স্বামীকে ১৯৭৬ সালে জরুরি অবস্থা চলাকালীন অশোভন আচরণের জন্য রাজ্য সভা থেকে বহিষ্কার করা হয়৷

আরও পড়ুন: হাসপাতালের বেডেই কাঁধের ভাঙলেন মদন, প্রয়োজন অস্ত্রোপচার! এসএসকেএম হাসপাতালেই বিপত্তি

২০০৫-এর অর্থের বিনিময়ে প্রশ্ন কাণ্ড

২০০৫ সালে লোকসভার দশজন এবং রাজ্যসভার একজন সাংসদকে মহুয়া মৈত্রের মতোই অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে বহিষ্কার করা হয়৷ তাঁদের মধ্যে ছিলেন লোকসভার সদস্য বিজেপি-র আন্নাসাহিদ এম কে পাটিল, ওয়াই জি মহাজন, সুরেশ চান্ডেল, প্রদীপ গান্ধি এবং চন্দ্রপ্রতাপ সিং৷ এ ছাড়াও বিএসপি-র নরেন্দ্র কুমার কুশওয়াহা, লাল চন্দ্র কোল, রাজারাম পাল৷ এ ছাড়াও আরজেডি-র মনোজ কুমার এবং কংগ্রেসের রামসেবক সিং এই তালিকায় ছিলেন৷ রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ ছত্রপাল সিং লোধাকেও ২০০৫ সালে একই অভিযোগে বহিষ্কার করা হয়৷

advertisement

বিজয় মাল্য

৯৪০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ খেলাপের অভিযোগে কর্ণাটক থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ বিজয় মাল্যকে বহিষ্কার করা হয়৷

রাহুল গান্ধি

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুরাতের একটি নিম্ন আদালত৷ এর পরই তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়৷ যদিও সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করার পর সদস্যপদ ফিরে পান রাহুল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: বহিষ্কৃত হয়েছিলেন ইন্দিরাও, মহুয়ার মতোই অতীতে 'শাস্তি' পেয়েছেন আরও ১৬ সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল