TRENDING:

Indigo Update: টিকিটের দাম বাবদ ৬১০ কোটি টাকা ফেরাল ইন্ডিগো! পরিষেবা অনেকটাই স্বাভাবিক, দাবি সংস্থার

Last Updated:

আজ সারাদিনে ১৬৫০টি উড়ান চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইন্ডিগো৷ সংস্থার মোট উড়ানের ৭৫ শতাংশই সময়ে ছেড়েছে বলে দাবি করা হয়েছে৷

advertisement
কেন্দ্রীয় সরকারের কড়া নির্দেশ ছিল, রবিবার রাত ৮টার মধ্যে বাতিল হওয়া সমস্ত উড়ানের টিকিটের দাম ফেরত দিতে হবে ইন্ডিগো-কে৷ এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রবিবার সন্ধে পর্যন্ত বাতিল হওয়া উড়ানের টিকিটের মূল্য বাবদ ৬১০ কোটি টাকাফেরত দিয়েছে ইন্ডিগো৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে জমে থাকা মালপত্রও দ্রুত যাত্রীদের কাছে ফেরানোর কাজ চলছে৷ পাশাপাশি, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত উড়ান বাতিল হলে যাত্রীদের থেকে ক্যানসেলেশন অথবা রিশিডিউলিং চার্জ আদায় করা হবে না বলে এ দিনও ফের জানিয়েছে ইন্ডিগো৷
ঘুরে দাঁড়াচ্ছে ইন্ডিগো৷
ঘুরে দাঁড়াচ্ছে ইন্ডিগো৷
advertisement

ইন্ডিগো-র পক্ষ থেকে এ দিন দাবি করা হয়েছে, গত কয়েক দিনের তুলনায় আজ তাদের পরিষেবায় অনেকটাই উন্নতি হয়েছে৷ পরিষেবা স্বাভাবিক করতে কর্মীরাও চব্বিশ ঘণ্টা কাজ করছেন৷ আজ সারাদিনে ১৬৫০টি উড়ান চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইন্ডিগো৷ সংস্থার মোট উড়ানের ৭৫ শতাংশই সময়ে ছেড়েছে বলে দাবি করা হয়েছে৷ যে ১৩৮টি বিমানবন্দরে ইন্ডিগো পরিষেবা দেয়, তার মধ্যে ১৩৭টি থেকেই ফের পরিষেবা শুরু করা গিয়েছে বলে দাবি করা হচ্ছে৷ তবে এ দিনও সংস্থার ৫০০ উড়ান বাতিল হয়েছে৷ ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না৷

advertisement

ইন্ডিগো-র এই বিভ্রাট দ্রুত কাটাতে হস্তক্ষেপ করেছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷ যাত্রী হয়রানি কমাতে সংস্থাকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়৷ তার মধ্যে অন্যতম ছিল দ্রুত টিকিটের দাম এবং যাত্রীদের মালপত্র ফেরত দেওয়া৷ একই সঙ্গে ইন্ডিগো-র সিইও-কেও শো কজ করেছে ডিজিসিএ৷ ইন্ডিগো-র সিইও সহ বেসরকারি এই বিমাসংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথাও ভাবছে কেন্দ্র৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, সবার চোখেই অশ্রু, বিদায় নিচ্ছেন প্রিয় শুভ্রাংশু স্যার
আরও দেখুন

গত চার দিন ধরে গোটা দেশের বিমান পরিষেবায় যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এ দিন সেই তুলনায় পরিষেবা অনেকটাই স্বাভাবিক করা গিয়েছে৷ ইন্ডিগো যেমন ধীরে ধীরে ছন্দে ফিরছে, অন্যান্য বেসরকারি বিমান সংস্থাগুলিও মসৃণভাবে পরিষেবা দিচ্ছে৷ ফলে যাত্রী হয়রানিও অনেকটা কমানো সম্ভব হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Indigo Update: টিকিটের দাম বাবদ ৬১০ কোটি টাকা ফেরাল ইন্ডিগো! পরিষেবা অনেকটাই স্বাভাবিক, দাবি সংস্থার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল