TRENDING:

IndiGo: অসুস্থ যাত্রী, করাচিতে ইন্ডিগোর বিমানের জরুরি অবতরণ! তবু হল না শেষরক্ষা

Last Updated:

IndiGo: মেডিক্যাল এমার্জেন্সির কারণে বিমান চালক বিমানটিকে করাচিতে অবতরণ করান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: জেড্ডা থেকে হায়দরাবাদ আসার পথে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করতে হল ইন্ডিগোর এক বিমানের। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, জেড্ডা থেকে হায়দরাবাদ আসছিল IndiGo-র ফ্লাইট 6E68 বিমানটি। সেই সময়ই বিমানে থাকা এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

মেডিক্যাল এমার্জেন্সির কারণে বিমান চালক বিমানটিকে করাচিতে অবতরণ করান। যেখানে অসুস্থ যাত্রীকে দেখার জন্য উপস্থিত ছিলেন চিকিৎসকরা। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে ওই যাত্রী মারা গিয়েছেন। তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর সমস্ত নিয়মকানুন শেষ করে করাচি থেকে বিমানটি হায়দরাবাদে ফিরে আসে।

আরও পড়ুন: কী চরম দুর্দিন পার্থ চট্টোপাধ্যায়ের জীবনে! যা বললেন আইনজীবী, মাথায় হাত অনুগামীদের

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, গত মার্চ মাসে দিল্লি থেকে দোহার উদ্দেশে রওনা হয়েছিল একটি বিমান। কিন্তু মাঝ আকাশেই অসুস্থ বোধ করতে শুরু করেন এক যাত্রী। সেই সময়ও পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছিল বিমানটিকে। কিন্তু চিকিৎসকরা ওই যাত্রীকে পরীক্ষা করে জানান, আগেই মৃত্যু হয়েছে তাঁর। ঠিক যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এদিন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
IndiGo: অসুস্থ যাত্রী, করাচিতে ইন্ডিগোর বিমানের জরুরি অবতরণ! তবু হল না শেষরক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল