ব্রিটেনের ওয়ানওয়েবের জন্য ৩৬টি উপগ্রহ নিয়ে উড়ে গেল ভারতীয় রকেট৷ এই কমিউনিকেশন স্যাটেলাইটগুলি পৃথিবীর লো আর্থ অরবিটে সফল ভাবে স্থাপন করা হয়েছে। এটিই প্রথম বাণিজ্যিক মিশন ইসরোর৷ এই মিশনের জন্য ভারতের জিএসএলভি এমকে ৩ রকেটের নাম পরিবর্তন করে এলভিএম৩ এম২ (LVM3-M2) রাখা হয়েছে। এর আরেকটি নাম 'ওয়ানওয়েব ইন্ডিয়া১'।
আরও পড়ুন: ক্ষয়ক্ষতি নিয়ে আশঙ্কা, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় কড়া নজরদারি পূর্ব মেদিনীপুরে!
advertisement
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় অবস্থান করছে সিত্রাং? সকাল থেকে কলকাতার আকাশে মেঘ
LVM3-M2 নামক রকেটটির দৈর্ঘ্য সাড়ে ৪৩ মিটার। এর ওজন ৬৪৪ টন, যা দেশের সবচেয়ে ভারী রকেট।এই রকেটটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে চার টন ওজনের স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম। লো আর্থ অরবিটে আট টন পেলোড বহনের ক্ষমতা রয়েছে এই রকেটের। তিন-পর্যায়ের লঞ্চিং সিস্টেমে আছে দুটি সোলিড প্রোপেলার স্ট্র্যাপ-অন।
কোর স্টেজে রয়েছে L110 তরল পর্যায়ের এবং C25 ক্রায়োজেনিক পর্যায়। উৎক্ষেপণের মাত্র ১৯ মিনিটের মধ্যেই নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাসোসিয়েটেড লিমিটেড-এর ৩৬টি ছোট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট LEO-র সঙ্গে সংযুক্ত করে দিল ইসরোর রকেট। ভারী স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে ইসরোকে এতদিন ভরসা করতে হত পশ্চিমী দেশগুলির উপর। তবে এবার সকলকে তাক লাগিয়ে দিল ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র।