ওক্সফ্যামের ‘রিওয়ার্ড ওয়ার্ক, নট ওয়েলথ’ রিপোর্টে বলা হয়েছে ২০১৭ সালে ২০.৯ লক্ষ কোটি টাকার সম্পদ বেড়েছে ১ শতাংশ ধনী মানুষের ৷ এই সংখ্যাটি ২০১৭–১৮ সালের কেন্দ্রীয় সরকারের মোট বাজেটের সমান ৷ অন্যদিকে ওই একই সময় ৬৭ কোটি ভারতীয় যারা গরীবদের দলে পড়ে তাদের সম্পদ বেড়েছে মাত্র ১ শতাংশ ৷
গত বছর বিশ্বের উৎপাদিত মোট সম্পদের ৮২ শতাংশ চলে গিয়েছে এক শতাংশ ধনীর হাতে। আর ৩৭০ কোটি মানুষের কোনও সম্পদ বাড়েনি। সেইদিক থেকে ভারতের অবস্থা অনেক ভালো ছিল বলে মনে করা হচ্ছে ৷ ২০১৬ সালে এক শতাংশ ধনীর হাতে জমা পড়েছিল ৫৮ শতাংশ সম্পদ। সেটা বিশ্বের নিরিখে কম ছিল।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2018 3:24 PM IST