TRENDING:

Exclusive Interview | PM Modi: ভারতের মুদ্রাস্ফীতি বিশ্বের গড়ের থেকে অনেকটা কম, moneycontrol.com-এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন মোদি

Last Updated:

Exclusive Interview | PM Modi: তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক গড়ের তুলনায় ২ শতাংশ কম রয়েছে ভারতের মুদ্রাস্ফীতির হার, যা আক্ষরিক অর্থের অভিনব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতের মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির বিষয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ moneycontrol.com-এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বললেন, কী ভাবে বিশ্বজোড়া মুদ্রাস্ফীতির প্রবল চাপের মধ্যেও ভারত লড়াই করে সাধারণ মানুষের জীবনকে আরও সহজ করেছে, কী ভাবে ভারতে বাজারে জিনিসপত্রের দাম রয়েছে নিয়ন্ত্রণে৷ তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক গড়ের তুলনায় ২ শতাংশ কম রয়েছে ভারতের মুদ্রাস্ফীতির হার, যা আক্ষরিক অর্থের অভিনব৷
সাক্ষাৎকারে মোদি
সাক্ষাৎকারে মোদি
advertisement

Read:- Moneycontrol EXCLUSIVE: ‘India’s Growth is Good for the World’: PM Modi’s Interview

ভারতের মুদ্রাস্ফীতির হার অনেকটাই বেড়েছে খুচরা বাজারে৷ আরবিআই-এর মুদ্রাস্ফীতির জন্য দেওয়া সর্বোচ্চ মান ২ থেকে ৬ শতাংশকে পার করে ১৫ মাসে সর্বোচ্চ হয়েছে তার পরিমাণ. ছুঁয়েছে ৭.৪৪ শতাংশ৷ তবে প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারতে মুদ্রাস্ফীতির হার অনেকটাই নিয়ন্ত্রণে রাখার জন্য কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ করেছে৷ আন্তর্জাতিক ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হারের থেকে ভারতের মুদ্রাস্ফীতির হার প্রায় ২ শতাংশের বেশি কমে গিয়েছে৷’

advertisement

আরও পড়ুন – Exclusive Interview | PM Modi: ভারতের উন্নয়ন গোটা বিশ্বের অনুসরণ করার মতো, moneycontrol.com-এর সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তবে মোদি আরও বলেছেন, ‘এই সাফল্যের কারণে কেন্দ্রীয় সরকার থেমে থাকছে, এমনটা কিন্তু নয়৷ ভারত সরকার সাধারণ মানুষের জীবনকে আরও সহজ করতে নানারকম পদক্ষেপ করে চলেছে৷ যেমন, রাখির দিন ভারত সরকারের সিদ্ধান্তেই কমানো হয়েছে এলপিজি-এর দাম৷’

advertisement

READ | PM Modi in Exclusive Interview: Financially Irresponsible Policies Destroy Economy, Society in Long Run

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

অগাস্ট মাসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ফিনান্স রিপোর্টে দাবি করা হয়েছিল, প্রাত্যহিক খাদ্যদ্রব্যের উপর মুদ্রাস্ফীতির চাপ কমাতে কেন্দ্রীয় সরকারকে আরও বেশি করে নজরদারি চালাতে হবে৷ ভারতের দেশীয় ক্ষেত্রে চাহিদা ও বিনিয়োগের বিষয়ে গ্রোথ বা উন্নতি দেখা গেলেও আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বিভিন্ন বাধার ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর উপর মুদ্রাস্ফীতির চাপ তৈরি করবেই৷ আগামী মাসগুলিতে সেদিকেও নজর রাখতে হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Exclusive Interview | PM Modi: ভারতের মুদ্রাস্ফীতি বিশ্বের গড়ের থেকে অনেকটা কম, moneycontrol.com-এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল