Read:- Moneycontrol EXCLUSIVE: ‘India’s Growth is Good for the World’: PM Modi’s Interview
ভারতের মুদ্রাস্ফীতির হার অনেকটাই বেড়েছে খুচরা বাজারে৷ আরবিআই-এর মুদ্রাস্ফীতির জন্য দেওয়া সর্বোচ্চ মান ২ থেকে ৬ শতাংশকে পার করে ১৫ মাসে সর্বোচ্চ হয়েছে তার পরিমাণ. ছুঁয়েছে ৭.৪৪ শতাংশ৷ তবে প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারতে মুদ্রাস্ফীতির হার অনেকটাই নিয়ন্ত্রণে রাখার জন্য কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ করেছে৷ আন্তর্জাতিক ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হারের থেকে ভারতের মুদ্রাস্ফীতির হার প্রায় ২ শতাংশের বেশি কমে গিয়েছে৷’
advertisement
তবে মোদি আরও বলেছেন, ‘এই সাফল্যের কারণে কেন্দ্রীয় সরকার থেমে থাকছে, এমনটা কিন্তু নয়৷ ভারত সরকার সাধারণ মানুষের জীবনকে আরও সহজ করতে নানারকম পদক্ষেপ করে চলেছে৷ যেমন, রাখির দিন ভারত সরকারের সিদ্ধান্তেই কমানো হয়েছে এলপিজি-এর দাম৷’
অগাস্ট মাসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ফিনান্স রিপোর্টে দাবি করা হয়েছিল, প্রাত্যহিক খাদ্যদ্রব্যের উপর মুদ্রাস্ফীতির চাপ কমাতে কেন্দ্রীয় সরকারকে আরও বেশি করে নজরদারি চালাতে হবে৷ ভারতের দেশীয় ক্ষেত্রে চাহিদা ও বিনিয়োগের বিষয়ে গ্রোথ বা উন্নতি দেখা গেলেও আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বিভিন্ন বাধার ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর উপর মুদ্রাস্ফীতির চাপ তৈরি করবেই৷ আগামী মাসগুলিতে সেদিকেও নজর রাখতে হবে৷