উচ্চগতির এবং বিনা ইঞ্জিনের এই ‘ট্রেন ১৮’-র মোট কামরা সংখ্যা ১৬ ৷ প্রায় আঠেরো মাস ধরে চেন্নাইয়ের ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে সম্পূর্ণ শীততাপনিয়ন্ত্রিত এই ট্রেনটি। ট্রেনটির মাঝখানে আছে দুটি একজিকিউটিভ কম্পার্টমেন্ট। সেখানে ৫২টি সুপার কমফর্ট আসন রয়েছে। অন্য কোচগুলিতে সিটের সংখ্যা ৭৮।
advertisement
এই ট্রেন অত্যন্ত স্পেশ্যাল, তা শুধুমাত্র ইঞ্জিনবিহীন বলেই নয় ৷ এই ট্রেনে রয়েছে প্লাজমা টিভি থেকে শুরু করে সিসিটিভি, অটোমেটিক দরজা এবং জিপিএস নিয়ন্ত্রিত প্যাসেঞ্জার ইনফর্মেশন সিস্টেমও ৷ প্রতিটি যাত্রীই যাতে ড্রাইভারকে দেখতে পান, সেভাবেই ট্রেনের নকশা তৈরি করা হয়েছে ৷
অত্যাধুনিক এই ট্রেন তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা ৷ আপাতত ১টি ট্রেন চালু করার কথা থাকলেও পরবর্তীকালে আরও বেশ কয়েকটি ইঞ্জিনবিহীন ট্রেন চালুর পরিকল্পনার রয়েছে কেন্দ্রের ৷ তবে এই ট্রেনের বেশ কয়েকটি ট্রায়াল রান এখনও বাকী ৷ সেটা সম্পূর্ণ হলেই যাত্রীদের জন্য পরিষেবা চালু হবে ‘ট্রেন এইটিন’-এর ৷