TRENDING:

চিন শত্রু, চিনা মাল জ্বালিয়ে হোলি উদযাপনের ডাক ব্যবসায়ীদের

Last Updated:

রাষ্ট্রসংঘে মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় চিনের আপত্তি ও ভেটোকে কেন্দ্র করেই এই ক্ষোভ উগড়ে দিয়েছে এই ব্যবসায়ী সংগঠন ৷ #BoycottChina #BoycottChineseProducts বলে এই প্রতিবাদের ডাক দিয়েছে তারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

#নয়াদিল্লি: চিন থেকে আসা জিনিসপত্র পুড়িয়ে হোলির আগে হোলিকা উদযাপনের সিদ্ধান্ত নিল ভারতীর ব্যবসায়ী সংগঠন কনফেডরেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)৷ দেশের ১৫০০টি বাজার এলাকায় চিনা মাল জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন ৷ দেশব্যাপী এই কর্মকাণ্ডে সামিল হতে অন্যদেরও আহ্বান জানানো হয়েছে তাদের পক্ষে ৷ দিল্লিতে যেমন বেছে নেওয়া হয়েছে সর্দার বাজার কারণ সেখানেই সব থেকে বেশি চিনা সামগ্রী পাওয়া যায় ৷ একইসঙ্গে চিন থেকে দেশে আসা হরের রকম সামগ্রী বয়কটেরও ডাক দিয়েছে তারা ৷ #BoycottChina #BoycottChineseProducts বলে এই প্রতিবাদের ডাক দিয়েছে তারা ৷

advertisement

রাষ্ট্রসংঘে মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় চিনের আপত্তি ও ভেটোকে কেন্দ্র করেই এই ক্ষোভ উগড়ে দিয়েছে এই ব্যবসায়ী সংগঠন ৷ এই নিয়ে চতুর্থবার মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করায় আপত্তি জানায় চিন ৷ শুধুমাত্র সে কারণেই আজহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করার যে ভারতের আর্জি তা খারিজ হয়ে গিয়েছে ৷ এতেই ক্ষোভ এই সংগঠনের ৷ তাই চিনা মাল জ্বালিয়েই তার প্রতিশোধ নিতে চায় তারা ৷ দেশজুড়ে হোলি খেলার আগে হয় হোলিকা উদযাপন ৷ যাকে অনেক সময় ন্যাড়াপোড়াও বলা হয় ৷ সেই ন্যাড়াপোড়ায় এবার পুড়িয়ে দেওয়া হবে চিন থেকে আসা সামগ্রী ৷ কারণ ব্যবসায়ীদের মতে চিন থেকে আসা জিনসপত্র অশুভ ৷ ভারতের পথের কাঁটা চিনের জিনসে বসানো হোক ৩০০ থেকে ৫০০ শতাংশ কর ৷

advertisement

আরও পড়ুন বলিউডেও জোর টক্কর রাহুল গান্ধি ও নরেন্দ্র মোদির !

যদিও ভারত ও চিনের সঙ্গে আমদানি-রপ্তানির ক্ষেত্রটা অনেক বড় ৷ ২০১৮-১৮ অর্থবর্ষে প্রায় ৯২০ হাজার কোটির রপ্তানি হয়েছে, আমদানি হয়েছে প্রায় প্রচুর ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
চিন শত্রু, চিনা মাল জ্বালিয়ে হোলি উদযাপনের ডাক ব্যবসায়ীদের