TRENDING:

Indian Railways: উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা, 'ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন' চালাবে রেল

Last Updated:

দিল্লি, পঞ্জাব যাওয়া এবার আরও সহজ হবে উৎসবের মরশুমে। উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) তিন জোড়া ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই সঙ্গে শুরু উৎসবের মরশুম! একে একে লক্ষী পুজো, ভাইফোঁটা, কালীপুজো! উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) তিন জোড়া ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশাল ট্রেনগুলির মধ্যে – ট্রেন নং ০৪১৯৫/০৪১৯৬ (আগ্রা ক্যান্টনমেন্ট – জোগবানি – আগ্রা ক্যান্টনমেন্ট) ১২ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দু’ দিক থেকে ১১টি ট্রিপের জন্য চলবে। ট্রেন নং ০৫৯৭৮/০৫৯৭৭ (ডিব্রুগড় – গোরখপুর-ডিব্রুগড়) ১৭ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুই দিক থেকে ৭টি ট্রিপের জন্য এবং ট্রেন নং ০৫৭৩৬/০৫৭৩৫ (কাটিহার – অমৃতসর – কাটিহার) ১৭ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত দুই দিক থেকে ৭টি ট্রিপের জন্য চলবে।
* যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তিন জোড়া ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালাবে
* যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তিন জোড়া ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালাবে
advertisement

একই ভাবে, ট্রেন নং ০৪১৯৫ (আগ্রা ক্যান্টনমেন্ট – জোগবানি) স্পেশাল ট্রেন প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় আগ্রা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে (২৬.০৯.২৫ ব্যতীত), শনিবার  ১৮:৪৫ টায় জোগবানি পৌঁছাবে। ফিরতি পথে, ট্রেন নং ০৪১৯৬ (জোগবানি – আগ্রা ক্যান্টনমেন্ট) স্পেশাল ট্রেন প্রতি শনিবার ২১:০০ টায় জোগবানি থেকে ছেড়ে (২৭.০৯.২৫ ব্যতীত), সোমবার ০৭:১০ টায় আগ্রা ক্যান্টনমেন্টে পৌঁছাবে। ট্রেন নং ০৫৯৭৮ (ডিব্রুগড়-গোরখপুর) স্পেশাল ট্রেনটি প্রতি বুধবার ডিব্রুগড় থেকে ০৯:১০ টায় ছেড়ে (২৪.০৯.২৫ ব্যতীত), পরের দিন ১৯:০০ টায় গোরখপুরে পৌঁছাবে। ফিরতি পথে, ট্রেন নং ০৫৯৭৭ (গোরখপুর-ডিব্রুগড়) স্পেশাল ট্রেনটি প্রতি বৃহস্পতিবার গোরখপুর থেকে ২১:৩০ টায় ছেড়ে (২৫.০৯.২৫ ব্যতীত), শনিবার ১০:৩০ টায় ডিব্রুগড়ে পৌঁছাবে। ট্রেন নং ০৫৭৩৬ (কাটিহার – অমৃতসর) স্পেশাল ট্রেনটি প্রতি বুধবার ২১:০০ টায় কাটিহার থেকে ছেড়ে (২৪.০৯.২৫ ব্যতীত), শুক্রবার  ০৯:৪৫ টায় অমৃতসরে পৌঁছাবে। ফিরতি পথে, ট্রেন নং ০৫৭৩৫ (অমৃতসর – কাটিহার) স্পেশাল ট্রেনটি প্রতি শুক্রবার ১৩:২৫ টায় অমৃতসর থেকে ছেড়ে (২৬.০৯.২৫ ব্যতীত), শনিবার ২৩:৪৫ টায় কাটিহারে পৌঁছাবে।

advertisement

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ এবং সময় সম্পর্কে বিস্তারিত তথ্য আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তা জানানো হচ্ছে। যাত্রীদের যাত্রা শুরু করার আগে বিস্তারিত তথ্য দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা, 'ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন' চালাবে রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল