TRENDING:

Indian Railways: দুর্ঘটনা এড়াতে লোকো পাইলটদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা ভারতীয় রেলের

Last Updated:

Indian Railways: এই উদ্ভাবনী পদক্ষেপের মাধ্যমে লোকো পাইলট (এলপি) এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের (এএলপি) এমন এক অত্যাধুনিক শিক্ষার উপকরণের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে, যার দ্বারা তাঁরা তাঁদের নির্ধারিত রুট, স্টেশন লেআউট, সিগনালিং সিস্টেম এবং সেফটি প্রোটোকলগুলি সম্পর্কে বাস্তবসম্মত ও গভীর ধারণা পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সুরক্ষা বৃদ্ধি করতে লোকো পাইলটদের জন্য অডিও-ভিজ্যুয়াল সেকশনাল রোড লার্নিং প্রশিক্ষণের ব্যবস্থা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তার পাঁচটি ডিভিশনেই অডিও-ভিজ্যুয়াল সেকশনাল রোড লার্নিং (এলআর) প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। জোনের মধ্যে ট্রেন পরিচালনার ক্ষেত্রে পরিচালনামূলক দক্ষতা ও সুরক্ষা বৃদ্ধির প্রতি এটি হল আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই উদ্ভাবনী পদক্ষেপের মাধ্যমে লোকো পাইলট (এলপি) এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের (এএলপি) এমন এক অত্যাধুনিক শিক্ষার উপকরণের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে, যার দ্বারা তাঁরা তাঁদের নির্ধারিত রুট, স্টেশন লেআউট, সিগনালিং সিস্টেম এবং সেফটি প্রোটোকলগুলি সম্পর্কে বাস্তবসম্মত ও গভীর ধারণা পাবেন।
অত্যাধুনিক শিক্ষার উপকরণের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে
অত্যাধুনিক শিক্ষার উপকরণের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে
advertisement

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শ্রী সন্দীপ কুমারের নেতৃত্বে বিকশিত এই অডিও-ভিজ্যুয়াল সেকশনাল এলআর ভিডিওগুলি রেলওয়ে ট্র্যাক, স্টেশন লেআউট, সিগনাল প্লেসমেন্ট, গ্রেডিয়েন্ট, কার্ভ ও ব্রিজের রিয়াল-টাইম ফুটেজ উপস্থাপনের মাধ্যমে তাত্ত্বিক তথ্য ও বাস্তবিক অভিজ্ঞতার মধ্যে থাকা ব্যবধান দূর করতে প্রস্তুত করা হয়েছে। লোকোমোটিভে স্থাপন করা ইন-হাউস ক্যামেরর ব্যবহার করে ধারণ করা এই ভিডিওগুলি লোকো পাইলটদের রেল চালানোর আগে তাদের পথের জটিলতার সঙ্গে পরিচিত হতে সক্ষম করে। নির্ধারিত ভ্রমণের সীমিত সময়ের মধ্যে বৃহৎ স্টেশন, গুডস ও প্যাসেঞ্জার ইয়ার্ড নেভিগেশন করার ক্ষেত্রে লোকো পাইলটদের দ্বারা সম্মুখীন হওয়া প্রত্যাহ্বানগুলি স্বীকার করে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে এই ব্যবস্থাটি বিকশিত করে সেকশনাল লার্নিঙের জন্য এক দক্ষ ও পরিকাঠামোগত পদ্ধতি প্রদান করা হয়েছে।

advertisement

আরও পড়ুন : দামোদরের উপর তৈরি হবে ৪ লেনের অত্যাধুনিক ‘শিল্প সেতু’, উপকৃত হবেন বর্ধমান-সহ একাধিক জেলার বাসিন্দা

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

এই ভিডিওগুলি নিয়মিতভাবে ক্রু লবিতে প্রচার করা হয়, যার ফলে ব্যাপক উপলভ্যতা ও ক্রমাগত শিক্ষা নিশ্চিত হয়। প্রশিক্ষণ পদ্ধতির আধুনিকীকরণ এবং উন্নত রেলওয়ে পরিচালনার জন্য অত্যাধুনিক উপকরণের সঙ্গে এর কর্মশক্তিকে সজ্জিত করার ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের যে প্রতিশ্রুতি তার সঙ্গে উপরের পদক্ষেপটি সামঞ্জস্যপূর্ণ। উন্নত প্রস্তুতি, উন্নত রুট পরিচিতি এবং বর্ধিত সুরক্ষা সচেতনতার সঙ্গে লোকো পাইলটদের সবলীকরণ করতে রেলওয়ের চলমান প্রচেষ্টা এই পদক্ষেপের মাধ্যমে প্রতিফলিত হয়েছে, যা সমগ্র উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নেটওয়ার্কে ট্রেনের মসৃণ ও নিরাপদ পরিচালনের ক্ষেত্রে অবদান রেখেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: দুর্ঘটনা এড়াতে লোকো পাইলটদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা ভারতীয় রেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল