সেই অনুযায়ী, ০৭৫৪০নং. (কাটিহার-মনিহারি) উৎসব স্পেশাল ট্রেনটি দৈনিক ভিত্তিতে ১০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০৭৫৩৯নং. (মনিহারি-কাটিহার) উৎসব স্পেশাল ট্রেনটি দৈনিক ভিত্তিতে ১১ নভেম্বর, থেকে ১১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত চলাচল করবে। ০৭৬০২/০৭৬০১নং. (আগরতলা-ধর্মনগর-আগরতলা) উৎসব স্পেশাল ট্রেন এবং ০৭৬০৪/০৭৬০৩নং. (আগরতলা-সাব্রুম-আগরতলা) উৎসব স্পেশাল ট্রেন দুটি উভয় দিক থেকে চারটি ট্রিপের জন্য ১৩ থেকে ১৬ নভেম্বর, ২০২৩ পর্যন্ত চলাচল করবে।
advertisement
আরও পড়ুন- ‘হবু বউকে কন্ট্রোলে রেখো’, সৌম্যকে উপদেশ সৌরভের, শুনে কী বললেন সন্দীপ্তা?
০৪৫৩৬নং. (চণ্ডীগড়-কাটিহার) উৎসব স্পেশাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ১০, ১৩, ১৬ ও ১৯ নভেম্বর, ২০২৩ তারিখে চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০৪৫৩৫নং. (কাটিহার-চণ্ডীগড়) উৎসব স্পেশাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ১২, ১৫, ১৮ ও ২১ নভেম্বর, ২০২৩ তারিখে চলাচল করবে। ০৫৯৭৮নং. (ডিব্রুগড়-গোরখপুর) উৎসব স্পেশাল ট্রেনটি তিনটি ট্রিপের জন্য ১৩ থেকে ২৭ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক সোমবার করে চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০৫৯৭৭নং. (গোরখপুর-ডিব্রুগড়) উৎসব স্পেশাল ট্রেনটি তিনটি ট্রিপের জন্য ১৫ থেকে ২৯ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক বুধবার করে চলাচল করবে।
আরও পড়ুন- নায়ক না নায়িকা? ফ্রক পরা এই খুদে বিখ্যাত পরিবারের সন্তান! কাঁপাচ্ছে টলিউডও, বলুন তো কে এই তারকা?
০৫৯৭৪নং. (নিউ তিনসুকিয়া-মধুবনী) উৎসব স্পেশাল ট্রেনটি তিনটি ট্রিপের জন্য ১৪ থেকে ২৮ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার করে চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০৫৯৭৩নং. (মধুবনী-নিউ তিনসুকিয়া) উৎসব স্পেশাল ট্রেনটি তিনটি ট্রিপের জন্য ১৫ থেকে ২৯ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক বুধবার করে চলাচল করবে।
০২৩০১/০২৩০২নং. (হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া) বন্দে ভারত স্পেশাল ট্রেনটি তিনটি ট্রিপের জন্য ১৫ থেকে ২৯ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত উভয় দিক থেকে প্রত্যেক বুধবার করে চলাচল করবে।
