TRENDING:

Indian Railways: উৎসবের ভিড়ে যাত্রীদের জন্য চালু স্পেশ্যাল ট্রেন, জেনে নিন সময়সূচি

Last Updated:

Indian Railways: উৎসবের সময় যাত্রীদের ক্রমবর্ধিত চাহিদা পূরণ করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আরও কয়েকটি উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উৎসবের সময় যাত্রীদের ক্রমবর্ধিত চাহিদা পূরণ করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আরও কয়েকটি উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই উৎসব স্পেশাল ট্রেনগুলি প্রধান প্রধান গন্তব্যস্থলগুলিকে সংযুক্ত করবে এবং এর সময়ানুবর্তিতাও রক্ষা করবে। নিয়মিত ট্রেনগুলির ওয়েটিং লিস্টের যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতেও এই উৎসব স্পেশাল ট্রেনগুলি সাহায্য করবে।
 যাত্রীদের জন্য চালু স্পেশ্যাল ট্রেন
যাত্রীদের জন্য চালু স্পেশ্যাল ট্রেন
advertisement

সেই অনুযায়ী, ০৭৫৪০নং. (কাটিহার-মনিহারি) উৎসব স্পেশাল ট্রেনটি দৈনিক ভিত্তিতে ১০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০৭৫৩৯নং. (মনিহারি-কাটিহার) উৎসব স্পেশাল ট্রেনটি দৈনিক ভিত্তিতে ১১ নভেম্বর, থেকে ১১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত চলাচল করবে। ০৭৬০২/০৭৬০১নং. (আগরতলা-ধর্মনগর-আগরতলা) উৎসব স্পেশাল ট্রেন এবং ০৭৬০৪/০৭৬০৩নং. (আগরতলা-সাব্রুম-আগরতলা) উৎসব স্পেশাল ট্রেন দুটি উভয় দিক থেকে চারটি ট্রিপের জন্য ১৩ থেকে ১৬ নভেম্বর, ২০২৩ পর্যন্ত চলাচল করবে।

advertisement

আরও পড়ুন-   ‘হবু বউকে কন্ট্রোলে রেখো’, সৌম্যকে উপদেশ সৌরভের, শুনে কী বললেন সন্দীপ্তা?

০৪৫৩৬নং. (চণ্ডীগড়-কাটিহার) উৎসব স্পেশাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ১০, ১৩, ১৬ ও ১৯ নভেম্বর, ২০২৩ তারিখে চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০৪৫৩৫নং. (কাটিহার-চণ্ডীগড়) উৎসব স্পেশাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ১২, ১৫, ১৮ ও ২১ নভেম্বর, ২০২৩ তারিখে চলাচল করবে। ০৫৯৭৮নং. (ডিব্রুগড়-গোরখপুর) উৎসব স্পেশাল ট্রেনটি তিনটি ট্রিপের জন্য ১৩ থেকে ২৭ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক সোমবার করে চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০৫৯৭৭নং. (গোরখপুর-ডিব্রুগড়) উৎসব স্পেশাল ট্রেনটি তিনটি ট্রিপের জন্য ১৫ থেকে ২৯ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক বুধবার করে চলাচল করবে।

advertisement

আরও পড়ুন-   নায়ক না নায়িকা? ফ্রক পরা এই খুদে বিখ্যাত পরিবারের সন্তান! কাঁপাচ্ছে টলিউডও, বলুন তো কে এই তারকা?

০৫৯৭৪নং. (নিউ তিনসুকিয়া-মধুবনী) উৎসব স্পেশাল ট্রেনটি তিনটি ট্রিপের জন্য ১৪ থেকে ২৮ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার করে চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ০৫৯৭৩নং. (মধুবনী-নিউ তিনসুকিয়া) উৎসব স্পেশাল ট্রেনটি তিনটি ট্রিপের জন্য ১৫ থেকে ২৯ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক বুধবার করে চলাচল করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

০২৩০১/০২৩০২নং. (হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া) বন্দে ভারত স্পেশাল ট্রেনটি তিনটি ট্রিপের জন্য ১৫ থেকে ২৯ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত উভয় দিক থেকে প্রত্যেক বুধবার করে চলাচল করবে।

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: উৎসবের ভিড়ে যাত্রীদের জন্য চালু স্পেশ্যাল ট্রেন, জেনে নিন সময়সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল