TRENDING:

Indian Railway: এবার বন্দে ভারতের মতো ব্যবস্থা সাধারণ যাত্রীবাহী ট্রেনেও, বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের

Last Updated:

রেল-যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যায়ক্রমে EMU, MEMU, DMU এবং DEMU-সহ সমস্ত ইন্টারসিটি এবং মেল-এক্সপ্রেস ট্রেনের কোচকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রেলের কামরায় বাড়ছে অপরাধমূলক কার্যকলাপ। অন্তত গত কয়েকমাসে তেমনই বেশ কিছু ঘটনা উঠে এসেছে সংবাদ শিরোনামে। যাত্রী সুরক্ষার কথা ভেবে এবার ট্রেনের কামরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা ভাবছে ভারতীয় রেল।
advertisement

রাজধানী, শতাব্দী, দুরন্ত এবং হামসফর এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে যাতায়াত করা অনেক বেশি নিরাপদ বলে মনে করেন যাত্রীরা। এবার থেকে ওই সব প্রিমিয়াম ট্রেনের মতোই স্বাচ্ছন্দ্য দেওয়া হবে যাত্রীবাহী ট্রেনেও। রেল-যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যায়ক্রমে EMU, MEMU, DMU এবং DEMU-সহ সমস্ত ইন্টারসিটি এবং মেল-এক্সপ্রেস ট্রেনের কোচকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।

advertisement

এই প্রকল্পের অধীনে, সারা দেশে এই মুহূর্তে যত যাত্রীবাহী ট্রেন চলে, তার ৬০ হাজারেরও বেশি কোচে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলে জানা গিয়েছে। এই প্রকল্পটি ২০১৯ সালে চালু হয়েছিল। সেই সময় অবশ্য মাত্র ৭ হাজার কোচে সিসিটিভি বসানোর পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার কাজ এখনও শেষ হয়নি। এরই মধ্যে এই প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে রেল। এর আওতায় প্রথম ধাপে ১৫ হাজার কোচে এবং পরবর্তী ধাপে বাকি ৪৫ হাজার কোচে ক্যামেরা বসানো হবে বলে জানা গিয়েছে।

advertisement

যাত্রী নিরাপত্তার লক্ষ্যে প্যানিক বাটন—

বিশেষত মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটি কোচে সিসিটিভি ছাড়াও অন্তত দু’টি প্যানিক বাটনও বসানো হবে বলে জানা গিয়েছে। এই প্যানিক বাটনগুলি সরাসরি কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে। সিসিটিভি-তে থাকবে ভিডিও অ্যানালিটিক্স এবং ফেসিয়াল রেকগনিশন সিস্টেমও। এই সব ভিডিও ফুটেজ RPF, বিভাগীয় এবং জোনাল সদর দফতর থেকে রিমোট অপারেশন করা যাবে, ফলে কোচের পর্যবেক্ষণ করা সম্ভব হবে। প্যানিক বাটন টিপলে নিকটতম RPF পোস্ট বা ডেটা সেন্টারকে সতর্ক করা যাবে।

advertisement

সনাক্তকরণ—

ট্রেনের কোচগুলিতে এমন সিসিটিভি বসানো হবে, যা হাই রেজোলিউশনের ছবি তুলতে পারে। সেক্ষেত্রে ব্যক্তিকে স্পষ্টভাবে সনাক্ত করা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তির সিসিটিভি-র সাহায্যে, রেলওয়ে কম আলোয় মুখের সনাক্তকরণের মানদণ্ডও তৈরি করেছে। ভারতীয় রেলের তরফে জানা গিয়েছে, এই বিশেষ ব্যবস্থা যে কোনও ধাক্কা এবং কম্পন সহ্য করার মতো ক্ষমতা রাখে। বন্দে ভারত এবং তেজসের মতো সব আধুনিক ট্রেনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সাধারণ ট্রেনের বগিতে সিসিটিভি বসিয়ে নারী নিরাপত্তা ছাড়াও অপরাধ, মানব পাচার ও অন্যান্য বেআইনি কার্যকলাপ বন্ধ করা হবে।

advertisement

Keywords:

Original Story Link: https://hindi.news18.com/news/bihar/patna-indian-railways-passenger-and-intercity-trains-will-soon-equipped-with-cctv-cameras-and-panic-buttons-6203883.html

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Written By: Paramita Mukhopadhyay

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: এবার বন্দে ভারতের মতো ব্যবস্থা সাধারণ যাত্রীবাহী ট্রেনেও, বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল