TRENDING:

Indian Railways: শিয়ালদহ থেকে বাড়ছে লোকাল! অফিস টাইমের হুড়োহুড়ি শেষ...নিশ্চিতে আরামে হবে যাত্রা

Last Updated:

ঠিক সেই রকম ভাবেই যাত্রীদের যখন আগে থেকেই জানিয়ে দেওয়া থাকবে তারা যে সেকশনে যাতায়াত করেন সেখানের ট্রেন কোন কোন প্ল্যাটফর্মের মধ্যে পাওয়া যাবে তাতে তার হুড়োহুড়ি কমবে। সমস্যা মিটবে দ্রুত। কম সময়ে দ্রুত ট্রেন চালানো যাবে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রেলের তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে ব্যস্ত শিয়ালদহ স্টেশনে ফি দিন যাতায়াত করেন ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী। কলকাতা শহরের সঙ্গে মফস্বল এলাকাগুলির যোগাযোগ স্থাপনের কেন্দ্র এই শিয়ালদহ স্টেশন। বলা হচ্ছে, প্রতিদিন এখানে অন্তত ৯১৫টি লোকাল ট্রেন চলাচল করে। অফিসের ব্যস্ত সময়ে ট্রেন ধরার হুড়োহুড়ি পড়লে যাত্রীরা সমস্যায় পড়েন এই ভেবে তাঁদের গন্তব্যের জন্য কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে।
* অফিস টাইমের হুড়োহুড়ি শেষ! নিশ্চিত হয়ে যাত্রা করুন শিয়ালদহ স্টেশন থেকে
* অফিস টাইমের হুড়োহুড়ি শেষ! নিশ্চিত হয়ে যাত্রা করুন শিয়ালদহ স্টেশন থেকে
advertisement

তবে এবার সেসব চিন্তা শেষ। কোন দিকে যাবেন, সেই অনুযায়ী আপনার ট্রেনটি কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়তে পারে, তার আগাম আন্দাজ পেয়ে যাবেন। শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমারশিয়াল ম্যানেজার যশরাম মীনা বলছেন, ট্রেন পরিচালনায় বার্থিং প্লেস খুব জরুরি। অর্থাৎ কোন ট্রেনকে কোথায় নেব, কোন সময়ে নেব, সেটা যদি আগে থেকে স্থির করে রাখা থাকে তাহলে অসুবিধা হবে না।

advertisement

আরও পড়ুন: স্কুলে পড়ালে এখন আরও বেশি সুবিধা…বুঝিয়ে দিল SSC! নতুন নিয়োগ নিয়ে ওয়েবসাইটে বড় নির্দেশ

ঠিক সেই রকম ভাবেই যাত্রীদের যখন আগে থেকেই জানিয়ে দেওয়া থাকবে তারা যে সেকশনে যাতায়াত করেন সেখানের ট্রেন কোন কোন প্ল্যাটফর্মের মধ্যে পাওয়া যাবে তাতে তার হুড়োহুড়ি কমবে। সমস্যা মিটবে দ্রুত। কম সময়ে দ্রুত ট্রেন চালানো যাবে।

advertisement

ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশন জানিয়ে দিয়েছে – ১ থেকে ৫ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে গেদে, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত, বারাকপুর লোকাল।৫ থেকে ৮ নং প্ল্যাটফর্ম থেকে ডানকুনি, বারুইপাড়া লোকাল ছাড়বে। ৬ থেকে ১০ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বনগাঁ, বারাসত, দত্তপুকুর, হাবড়া, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম লোকাল।৯, ১১ এবং ১৪ নং প্ল্যাটফর্ম বরাদ্দ সমস্ত মেল, এক্সপ্রেস ট্রেনের জন্য।

advertisement

আরও পড়ুন: ট্রেনে মদের বোতল নিয়ে উঠবেন?…জানেন ক’টা নিয়ে উঠতে দেয়? এর নিয়ম কী…কোন কোন ক্ষেত্রে হতে পারে শাস্তি?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৫ থেকে ২১ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে শিয়ালদহ দক্ষিণ শাখার সমস্ত ট্রেন। ডিভিশনের এই পরিকল্পনায় খুশি রেল যাত্রীরা। রাণাঘাট শাখায় যাতায়াতকারী কল্যাণ মণ্ডল জানাচ্ছেন, অফিস টাইমে বাড়ি ফেরার সময়ে কোথায় আমার ট্রেন সেটা খোঁজ করতে আর হুড়োহুড়ি আমাদের করতে হবে না।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: শিয়ালদহ থেকে বাড়ছে লোকাল! অফিস টাইমের হুড়োহুড়ি শেষ...নিশ্চিতে আরামে হবে যাত্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল