ট্রেন নং. ০৭৫৪০/০৭৫৩৯ (কাটিহার – মণিহারি – কাটিহার) ২১ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৪৬টি ট্রিপের জন্য চলবে এবং ট্রেন নং. ০৭৬৪০/০৭৬৩৯ (আগরতলা – ধর্মনগর – আগরতলা) ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৩৩টি ট্রিপের জন্য চলবে।সেই অনুযায়ী, ট্রেন নং. ০৬৫৫৯ (এসএমভিটি বেঙ্গালুরু – নারেঙ্গী) স্পেশাল প্রত্যেক মঙ্গলবারে এসএমভিটি বেঙ্গালুরু থেকে ২৩:৪০ ঘণ্টায় রওনা দিয়ে শুক্রবার ০৫:০০ ঘণ্টায় নারেঙ্গী পৌঁছবে।
advertisement
আরও পড়ুন: শ্রমশ্রী প্রকল্পে এককালীন ও মাসে ৫০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার, দু’দিনে কত আবেদন জমা পড়ল?
ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৬৫৬০ (নারেঙ্গী – এসএমভিটি বেঙ্গালুরু) স্পেশ্যাল প্রত্যেক শনিবারে নারেঙ্গী থেকে ০৫:৩০ ঘন্টায় রওনা দিয়ে সোমবার ০৯:৪৫ ঘণ্টায় এসএমভিটি বেঙ্গালুরু পৌঁছবে। ট্রেন নং. ০৫৭৪৪ (কাটিহার – সোনপুর) স্পেশাল প্রত্যেক বৃহস্পতিবার, রবিবার ও সোমবারে কাটিহার থেকে ১৮:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০১:০০ ঘণ্টায় সোনপুর পৌঁছবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৫৭৪৩ (সোনপুর – কাটিহার) স্পেশ্যাল প্রত্যেক শুক্রবার, সোমবার ও মঙ্গলবারে সোনপুর থেকে ০৩:০০ ঘ রওনা দিয়ে একই দিনে ১২:০০ ঘন্টায় কাটিহার পৌঁছবে।
আরও পড়ুন: সোদপুর স্টেশনে উল্টে গেল এক্সপ্রেস ট্রেন! কীভাবে? আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে, দেখুন
ট্রেন নং. ০৭৫৪১ (কাটিহার – দৌরাম মাধেপুরা) স্পেশাল কাটিহার থেকে প্রত্যেকদিনে ১৯:০০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে ২২:০০ ঘন্টায় দৌরাম মাধেপুরা পৌঁছবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৭৫৪২ (দৌরাম মাধেপুরা – কাটিহার) স্পেশাল দৌরাম মাধেপুরা থেকে প্রত্যেকদিনে ২২:৪৫ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ২:৩০ ঘন্টায় কাটিহার পৌঁছাবে। ট্রেন নং. ০৭৫৪০ (কাটিহার – মনিহারী) স্পেশাল কাটিহার থেকে প্রত্যেকদিনে ২০:৩০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে ২১:৩০ ঘণ্টায় মনিহারী পৌঁছবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৭৫৩৯ (মনিহারী – কাটিহার) স্পেশাল মনিহারী থেকে প্রত্যেকদিনে ০৫:০০ ঘন্টায় রওনা দিয়ে একই দিনে ০৬:০০ ঘন্টায় কাটিহার পৌঁছাবে।ট্রেন নং. ০৭৬৪০ (আগরতলা – ধর্মনগর) স্পেশ্যাল আগরতলা থেকে প্রত্যেকদিনে ০৫:১৫ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে ০৮:৪৫ ঘন্টায় ধর্মনগর পৌঁছবে।
ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৭৬৩৯ (ধর্মনগর – আগরতলা) স্পেশ্যাল ধর্মনগর থেকে প্রত্যেকদিনে ০৯:৩০ ঘন্টায় রওনা দিয়ে একই দিনে ১৩:২০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। তাছাড়াও, ট্রেন নং. ০৭০৪৬/০৭০৪৭ (চারলাপল্লি-নাহরলগুন-চারলাপল্লি) উৎসব স্পেশাল-এর পরিষেবা বিদ্যমান স্টপেজ, সময়সূচি এবং পরিষেবার দিন অনুসারে ৩০ অগাস্ট থেকে ২ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত আরও ১৪টি ট্রিপের জন্য অব্যাহত থাকবে। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।