আরও পড়ুন– অবসরপ্রাপ্ত এই শিক্ষক চাষ করছেন এই গাছের, মাত্র ১৫টি বিক্রি করেই আয় করেছেন ১৬ লক্ষ টাকা!
স্পেশাল ট্রেন নং. ০১০৬৫ (ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-নারেঙ্গি) সামার স্পেশাল ১০ এপ্রিল, ২০২৫ (বৃহস্পতিবার) থেকে ১১:০৫-এ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে রওনা হয়ে শনিবার ১১:০০-এ নারেঙ্গি পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০১০৬৬ (নারেঙ্গি-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস) সামার স্পেশাল ১৩ এপ্রিল, ২০২৫ (রবিবার) থেকে ০৫:২৫-এ নারেঙ্গি থেকে রওনা হয়ে মঙ্গলবার ০৮:২৫-এ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পৌঁছবে। স্পেশাল ট্রেন নং. ০১৪০৫ (কোলহাপুর-কাটিহার) সামার স্পেশাল ৬ এপ্রিল, ২০২৫ (রবিবার) ০৯:৩৫-এ কোলহাপুর থেকে রওনা হয়ে মঙ্গলবার ০৬:১০-এ কাটিহার পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০১৪০৬ (কাটিহার-কোলহাপুর) সামার স্পেশাল ৮ এপ্রিল, ২০২৫ (মঙ্গলবার) ১৮:১০-এ কাটিহার থেকে রওনা হয়ে বৃহস্পতিবার ১৫:৩৫-এ মহারাষ্ট্রের কোলহাপুর পৌঁছবে।
advertisement
এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-র ওয়েবসাইটে পাওয়া যাবে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তা থাকবে। যাত্রার করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে রেল পক্ষ থেকে। এই ট্রেনগুলি চলাচলের ফলে বাংলা, বিহারের বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ৷