TRENDING:

Indian Railways: আরও কয়েকটা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের, রুটগুলো জেনে নিন

Last Updated:

চলতি বছরের গ্রীষ্মে যাত্রীদের প্রত্যাশিত ভিড় সামলাতে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলে চালানো হবে বেশ কিছু গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন। চলতি বছরের গ্রীষ্মে যাত্রীদের প্রত্যাশিত ভিড় সামলাতে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি ১০ এপ্রিল থেকে ৪ মে, ২০২৫ পর্যন্ত ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ও নারেঙ্গি স্টেশনের মধ্যে এবং ৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল, ২০২৫ পর্যন্ত কোলহাপুর ও কাটিহারের মধ্যে উভয় দিকে ৪টি ট্রিপ করে চলবে।
আরও কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর পূর্ব সীমান্ত রেল
আরও কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর পূর্ব সীমান্ত রেল
advertisement

আরও পড়ুন– অবসরপ্রাপ্ত এই শিক্ষক চাষ করছেন এই গাছের, মাত্র ১৫টি বিক্রি করেই আয় করেছেন ১৬ লক্ষ টাকা!

স্পেশাল ট্রেন নং. ০১০৬৫ (ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-নারেঙ্গি) সামার স্পেশাল ১০ এপ্রিল, ২০২৫ (বৃহস্পতিবার) থেকে ১১:০৫-এ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে রওনা হয়ে শনিবার ১১:০০-এ নারেঙ্গি পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০১০৬৬ (নারেঙ্গি-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস) সামার স্পেশাল ১৩ এপ্রিল, ২০২৫ (রবিবার) থেকে ০৫:২৫-এ নারেঙ্গি থেকে রওনা হয়ে মঙ্গলবার ০৮:২৫-এ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পৌঁছবে। স্পেশাল ট্রেন নং. ০১৪০৫ (কোলহাপুর-কাটিহার) সামার স্পেশাল ৬ এপ্রিল, ২০২৫ (রবিবার) ০৯:৩৫-এ কোলহাপুর থেকে রওনা হয়ে মঙ্গলবার ০৬:১০-এ কাটিহার পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০১৪০৬ (কাটিহার-কোলহাপুর) সামার স্পেশাল ৮ এপ্রিল, ২০২৫ (মঙ্গলবার) ১৮:১০-এ কাটিহার থেকে রওনা হয়ে বৃহস্পতিবার ১৫:৩৫-এ মহারাষ্ট্রের কোলহাপুর পৌঁছবে।

advertisement

আরও পড়ুন– কখন এবং কোথায় হতে পারে সবচেয়ে বড় ভূমিকম্প, কতটা ধ্বংসাত্মক হতে পারে? জেনে নিন ভয়ঙ্কর তথ্য

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলিতে দিঘায় তুলকালাম...! কাতারে কাতারে ছুটছে মানুষ! সমুদ্রে সৈকতে আচমকা কী হল...?
আরও দেখুন

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-র ওয়েবসাইটে পাওয়া যাবে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তা থাকবে। যাত্রার করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে রেল পক্ষ থেকে। এই ট্রেনগুলি চলাচলের ফলে বাংলা, বিহারের বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: আরও কয়েকটা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের, রুটগুলো জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল