TRENDING:

Indian Railways: রেলপথে মাদক পাচার রোধে বদ্ধপরিকর ভারতীয় রেল, কড়া নজর রেল রক্ষী বাহিনীর 

Last Updated:

চোরাচালান রুখতে নিয়মিত অভিযান চালাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: চোরাচালান রুখতে নিয়মিত অভিযান চালাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ। ২০২৫ সালের অক্টোবর মাসে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ বাহিনী প্রায় ৯,৪০,৭৯,৯৩৩/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অবৈধ পণ্য পাচারের সঙ্গে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করেছে। চলতি মাসের ১৩ তারিখ নিউ কোচবিহারের আরপিএফ বাহিনী নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন থেকে ৩.৭১ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেছে। একই দিনে, আগরতলা ও লামডিংয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং জিআরপি-র যৌথ প্রচেষ্টায় আগরতলা ও লামডিং রেলওয়ে স্টেশন থেকে ২.৩৬ লক্ষ টাকা মূল্যের ২৩.৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রী সংশ্লিষ্ট ওসি, জিআরপির হাতে তুলে দেওয়া হয়।
* রেলপথে মাদক পাচার! কড়া নজর রেল রক্ষী বাহিনীর 
* রেলপথে মাদক পাচার! কড়া নজর রেল রক্ষী বাহিনীর 
advertisement

চলতি বছরের ১১ তারিখ ধর্মনগর, আগরতলা এবং রঙাপারা নর্থের রেলওয়ে সুরক্ষা বাহিনী ধর্মনগর, আগরতলা এবং রঙাপারা নর্থ থেকে ৫.০৫ লক্ষ টাকা মূল্যের ৫০.৫১ কেজি গাঁজা উদ্ধার করে। উত্তর পূর্ব সীমান্ত রেলের একাধিক আধিকারিক জানাচ্ছেন, আন্তর্জাতিক সীমানা কাছাকাছি থাকায়, সর্বক্ষণের নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতির দিকে নজর রেখে বাংলা-অসম-ত্রিপুরা রাজ্যে বেড়েছে নজরদারি। পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেন যা গুরুত্বপূর্ণ স্টেশনে থামে, সেখানেও দফায় দফায় তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি মনিটরিং চলছে সর্বক্ষণ। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, আরপিএফ, জিআরপি ও কাস্টমস কর্তৃপক্ষ রেলওয়ে প্রাঙ্গণে সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাস্তায় নারায়ণ দেবনাথে'র অমর চরিত্ররা, হাওড়া কাঁপাল শিশুদের মহামিছিল
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: রেলপথে মাদক পাচার রোধে বদ্ধপরিকর ভারতীয় রেল, কড়া নজর রেল রক্ষী বাহিনীর 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল