ধানবাদ ডিভিশন সূত্রের খবর, গত শনিবার রাতে ১৮৩০৯ সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে শিউরে উঠছেন রেলযাত্রীরা৷ জানালেন, রাত তখন সাড়ে ১১টা বাজে৷ রেলযাত্রীরা সবাই খেয়েদেয়ে ঘুমতে যেতে শুরু করেছেন সবে৷ ট্রেন তখন লাতেহারের কাছে বরওয়াডি এবং ছিপাদোহর স্টেশনের মাঝে? হঠাৎই ট্রেনের এস-৯ কোচে হুড়মুড়িয়ে উঠে পড়ল প্রায় ১৫ জনের ডাকাত দল৷ হাতে আগ্নেয়াস্ত্র৷ রেল কামরায় উঠেই পর পর শূন্যে গুলি৷ এরপরেই যাত্রীদের মারধর, দেদার লুটপাট৷
advertisement
এই ডাকাতি বা লুটপাটের ঘটনায় আহত হয়েছেন মোট ৭ জন। ঘটনার পর পর ডালটনগঞ্জের মেডিক্যাল ক্যাম্পে তাঁদের চিকিৎসা করানো হয়। ধানবাদের ডিআরএম জানিয়েছেন, ডাকাতির ঘটনায় ডালটনগঞ্জে এফআইআর দায়ের করা হয়েছে। রাজ্য পুলিশের সাথে যোগাযোগ রাখছে রেল পুলিশ। তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
রেল যাত্রীদের বক্তব্য, সাম্প্রতিক অতীতে এই সেকশনে এমন ঘটনা ঘটেনি। তবে এভাবে ১৫ জনের একটা দল যেভাবে চলন্ত ট্রেনে উঠে এই ভাবে লুটপাট চালিয়ে ফের নেমে গেল, তাতে স্তম্ভিত তাঁরা৷