TRENDING:

Jammu Tawi train robbery: চলন্ত জম্মু-তাওয়াই এক্সপ্রেসে মধ্যরাতে ডাকাতি! পরপর গুলি, রক্তাক্ত বহু যাত্রী, দেদার লুট

Last Updated:

এই ডাকাতি বা লুটপাটের ঘটনায় আহত হয়েছেন মোট ৭ জন। ঘটনার পর পর ডালটনগঞ্জের মেডিক্যাল ক্যাম্পে তাঁদের চিকিৎসা করানো হয়। ধানবাদের ডিআরএম জানিয়েছেন, ডাকাতির ঘটনায় ডালটনগঞ্জে এফআইআর দায়ের করা হয়েছে। রাজ্য পুলিশের সাথে যোগাযোগ রাখছে রেল পুলিশ। তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ঠিক যেদিন সারাদেশজুড়ে মোট ৯টি নতুন বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার আগের দিনই ভারতীয় রেলের আরেক দূরপাল্লার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি৷ মধ্যরাতে চলন্ত ট্রেনের কামরায় আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো তাণ্ডব চালাল ডাকাতদল৷ ক্ষতবিক্ষত একাধিক যাত্রী৷ ধানবাদ ডিভিশনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সব মহলে৷
advertisement

ধানবাদ ডিভিশন সূত্রের খবর, গত শনিবার রাতে ১৮৩০৯ সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে শিউরে উঠছেন রেলযাত্রীরা৷ জানালেন, রাত তখন সাড়ে ১১টা বাজে৷ রেলযাত্রীরা সবাই খেয়েদেয়ে ঘুমতে যেতে শুরু করেছেন সবে৷ ট্রেন তখন লাতেহারের কাছে বরওয়াডি এবং ছিপাদোহর স্টেশনের মাঝে? হঠাৎই ট্রেনের এস-৯ কোচে হুড়মুড়িয়ে উঠে পড়ল প্রায় ১৫ জনের ডাকাত দল৷ হাতে আগ্নেয়াস্ত্র৷ রেল কামরায় উঠেই পর পর শূন্যে গুলি৷ এরপরেই যাত্রীদের মারধর, দেদার লুটপাট৷

advertisement

আরও পড়ুন: দুর্গাপুর-আসানসোল যেতে কত ভাড়া পড়বে পটনা-হাওড়া বন্দেভারতে? এক ঝলকে দেখে নিন গোটা ফেয়ার চার্ট

এই ডাকাতি বা লুটপাটের ঘটনায় আহত হয়েছেন মোট ৭ জন। ঘটনার পর পর ডালটনগঞ্জের মেডিক্যাল ক্যাম্পে তাঁদের চিকিৎসা করানো হয়। ধানবাদের ডিআরএম জানিয়েছেন, ডাকাতির ঘটনায় ডালটনগঞ্জে এফআইআর দায়ের করা হয়েছে। রাজ্য পুলিশের সাথে যোগাযোগ রাখছে রেল পুলিশ। তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: এক মুঠো চালের এই ছোট্ট বাস্তু প্রতিকার, চূড়ান্ত দারিদ্রের হাত থেকে ফিরিয়ে আনতে পারে আপনাকে

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

রেল যাত্রীদের বক্তব্য, সাম্প্রতিক অতীতে এই সেকশনে এমন ঘটনা ঘটেনি। তবে এভাবে ১৫ জনের একটা দল যেভাবে চলন্ত ট্রেনে উঠে এই ভাবে লুটপাট চালিয়ে ফের নেমে গেল, তাতে স্তম্ভিত তাঁরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Jammu Tawi train robbery: চলন্ত জম্মু-তাওয়াই এক্সপ্রেসে মধ্যরাতে ডাকাতি! পরপর গুলি, রক্তাক্ত বহু যাত্রী, দেদার লুট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল