TRENDING:

উৎসব আবহে সুখবর, ছট পুজো-দীপাবলিতে ৪৬ বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল, দেখে নিন বিশদে...

Last Updated:

আসলে নবরাত্রি এবং দীপাবলীর মতো ছট উৎসবও একদিনে শেষ হয় না। তা চলে ৪ দিন ধরে। চলতি বছরে যেমন ১৮ নভেম্বরে শুরু হয়ে ২১ নভেম্বরে শেষ হচ্ছে ছট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: উৎসবের মরশুম তো বটেই! কিন্তু বিশেষ করে জোর দিতে হচ্ছে প্রতিহার ষষ্ঠী বা সূর্য ষষ্ঠীর ব্রত পালনের উদযাপনে। লোকমুখে যার প্রচলন ছট পুজো নামে। সেই পুজোর প্রাক্কালেই এ বার ঘোষণা করল ভারতীয় রেল যে অনেকগুলি বিশেষ ট্রেন চালানো হবে এই উৎসবকে জমজমাট করে তুলতে।
advertisement

আসলে নবরাত্রি এবং দীপাবলীর মতো ছট  উৎসবও একদিনে শেষ হয় না। তা চলে ৪ দিন ধরে। চলতি বছরে যেমন ১৮ নভেম্বরে শুরু হয়ে ২১ নভেম্বরে শেষ হচ্ছে ছট। যার রেশ দেশের মধ্যে সব চেয়ে বেশি করে চোখে পড়ে বিহারে। এই উৎসবে বাড়ি ফিরে আসেন অনেকেই। ও দিকে আবার ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে দিওয়ালির উৎসবও। সব মিলিয়ে, দেশের নানা প্রান্ত থেকে মানুষ বাড়ি যেতে এবং আসতে উৎসুক। সে কথা মাথায় রেখেই ৩০ নভেম্বর পর্যন্ত বিশেষ বিশেষ কিছু ট্রেনের বন্দোবস্ত করল ভারতীয় রেল।

advertisement

এ বার এক এক করে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন ট্রেলগুলি রয়েছে এই আওতায়! আর সপ্তাহের কোন কোন দিনেই বা তা চলবে!

১. ০৪০০৪/০৪০০৩ আনন্দ বিহার টার্মিনাল-ভাগলপুর-আনন্দ বিহার টার্মিনাল সুপার-ফাস্ট স্পেশ্যাল

২. ০৪০০৬/০৪০০৫ নিউ দিল্লি-বরাউনি-নিউ দিল্লি সুপার-ফাস্ট স্পেশ্যাল

৩. ২. ০৪০০৮/০৪০০৭ নিউ দিল্লি-দ্বারভাঙ্গা-নিউ দিল্লি সুপার-ফাস্ট স্পেশ্যাল

৪. ০৪০৯২/০৪০৯১ নিউ দিল্লি-জয়নগর-নিউ দিল্লি এক্সপ্রেস স্পেশ্যাল

advertisement

৫. ০৪০৩০/০৪০২৯ দিল্লি-মুজফ্ফরপুর-দিল্লি বাই-উইকলি সুপার-ফাস্ট স্পেশ্যাল

৬. ০৪৪১০/০৪৪০৯ নিউ দিল্লি-পটনা-নিউ দিল্লি সুপার-ফাস্ট স্পেশ্যাল এক্সপ্রেস

৭. ০৪৪১২/০৪৪১১ দিল্লি জং-সাহারসা-দিল্লি জং বাই-উইকলি সুপার-ফাস্ট স্পেশ্যাল এক্সপ্রেস

৮. ০৪৬৩৪/০৪৬২৩ অমৃতসর-সাহারসা-অমৃতসর বাই-উইকলি সুপার-ফাস্ট স্পেশ্যাল এক্সপ্রেস

৯. ০২৪২২/০২৪২১ জম্ম-আজমের-জম্মু সুপার-ফাস্ট স্পেশ্যাল এক্সপ্রেস (রোজ)

১০. ০২২৩৭/০২২৩৮ বারাণসী-জম্মু তাওয়াই-বারাণসী সুপার-ফাস্ট স্পেশ্যাল (রোজ)

১১. ০৪০৪১/০৪০৪২ দিল্লি জং-দেহরাদুন-দিল্লি জং এক্সপ্রেস স্পেশ্যাল

advertisement

১২. ০২২৩১/০২২৩২ লখনউ-চণ্ডিগড়-লখনউ উইকলি সুপার ফাস্ট এক্সপ্রেস স্পেশ্যাল (রোজ)

১৩. ০২২৪৮/০২২৪৭ হজরত নিজামউদ্দিন-মানিকপুর-হজরত নিজামউদ্দিন সুপার-ফাস্ট স্পেশ্যাল (রোজ)

১৪. ০৪৫০৩/০৪৫০৪ কালকা-সিমলা-কালকা এক্সপ্রেস স্পেশ্যাল রোজ)

১৫. ০৯৭১৭/০৯৭১৮ জয়পুর-দৌলতপুর চক-জয়পুর স্পেশ্যাল এক্সপ্রেস (সপ্তাহে ৩ দিন)

১৬. ০৪৮৮৭/০৪৮৮৮ বদমের-হৃষীকেশ-বদমের স্পেশ্যাল এক্সপ্রেস (রোজ)

১৭. ০৪৫১৯/০৪৫২০ দিল্লি জং-ভাটিন্ডা-দিল্লি জং স্পেশ্যাল (রোজ)

১৮. ০২৪৭১/০২৪৭২ শ্রীগঙ্গানগর-দিল্লি জং-শ্রীগঙ্গানগর স্পেশ্যাল (রোজ)

advertisement

১৯. ০৯৬১১/০৯৬১২ আমজেমর-অমৃতসর-আজমের এক্সপ্রেস স্পেশ্যাল

২০. ০৯৬১৩/০৯৬১৪ আজমের-অমৃতসর-আজমের এক্সপ্রেস স্পেশ্যাল (সপ্তাহে ২ দিন)

২১. ০২১৯১/০২১৯২ জবলপুর-হরিদ্বার-জবলপুর সুপার-ফাস্ট এক্সপ্রেস স্পেশ্যাল (সাপ্তাহিক)

২২. ০২৫৩০/০২৫২৯ লখনউ-পাটলিপুত্র-লখনউ সুপার-ফাস্ট এক্সপ্রেস স্পেশ্যাল (সপ্তাহে ৫ দিন)

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২৩. ০২১৬৫/০২১৬৬ লোকমান্য তিল টার্মিনাস-গোরখপুর-লোকমান্য তিলক টার্মিনাস সুপার-ফাস্ট এক্সপ্রেস স্পেশ্যাল (সপ্তাহে ২ দিন)

বাংলা খবর/ খবর/দেশ/
উৎসব আবহে সুখবর, ছট পুজো-দীপাবলিতে ৪৬ বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল, দেখে নিন বিশদে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল