TRENDING:

Indian Railways and RPF: ভারতীয় রেলে আরপিএফের দারুণ পারফরম্যান্স, কোনও অপরাধ হলেই রেয়াত নেই

Last Updated:

Indian Railways and RPF: কড়া নজরদারি গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ দ্বারা যাত্রীদের জিনিসপত্র চুরির সঙ্গে জড়িত ৬ জন ব্যক্তিকে আটক। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ১৯ থেকে ২০ নভেম্বর, ২০২৫ পর্যন্ত জোনের মধ্যে নিয়মিত তল্লাশি ও অভিযান চালিয়ে যাত্রীদের জিনিসপত্র চুরির সাথে জড়িত ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। বিভিন্ন স্টেশন এবং ট্রেনে এই তল্লাশির সময়, তারা গুয়াহাটি এবং কাটিহারের ট্রেন এবং রেলস্টেশন থেকে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকার মূল্যবান জিনিসপত্র সফলভাবে উদ্ধার করেছে।
* আরপিএফের জালে রেলে চুরি করা ছয় দুষ্কৃতী
* আরপিএফের জালে রেলে চুরি করা ছয় দুষ্কৃতী
advertisement

আটককৃত সকল ব্যক্তি এবং উদ্ধারকৃত মূল্যবান জিনিসপত্র পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জিআরপির সংশ্লিষ্ট ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।সম্প্রিত, ২০ নভেম্বর, ২০২৫ তারিখে কাটিহারের আরপিএফ এবং কাটিহারের সিপিডিএস টিম যৌথভাবে কাটিহার রেলওয়ে স্টেশনে তল্লাশি চালায় এবং প্রায় ৪০ হাজার টাকা মূল্যের দুটি চুরির মোবাইল ফোন সহ দুইজন ব্যক্তিকে আটক করে। একই দিনে, গুয়াহাটির আরপিএফ টিম গুয়াহাটির সিপিডিএস টিমের সাথে যৌথভাবে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেফতার করে এবং প্রায় ৮০ হাজার টাকা মূল্যের দুটি চুরির সোনার আংটি উদ্ধার করে।

advertisement

আরও পড়ুন – Rohit Sharma Captaincy Offer: রোহিত শর্মা ফের অধিনায়ক হতে চাননি! নির্বাচকরা দিয়েছিলেন অফার, সত্যি কিন্তু ‘এই কথা’ বলছে না

১৯ নভেম্বর, ২০২৫ তারিখে, কাটিহার (ইস্ট)-এর আরপিএফ টিম, সিপিডিএস টিম এবং কাটিহারের জিআরপি যৌথভাবে কাটিহার রেলওয়ে স্টেশনে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেফতার করে এবং প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি চুরির মোবাইল ফোন উদ্ধার করে।অক্টোবর, ২০২৫-এ, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ যাত্রীদের জিনিসপত্র চুরির সাথে জড়িত ১৯ জনকে গ্রেফতার করে এবং ২০টি মোবাইল ফোন ইত্যাদি উদ্ধার করে, যার মোট মূল্য প্রায় ২.৭৩ লক্ষ টাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাগজের ফুলেই বাড়ল বিপদ, গৌড়হাটে পুড়ে ছাই দোকান! লক্ষাধিক টাকার ক্ষতি
আরও দেখুন

আটককৃত সকল ব্যক্তি এবং উদ্ধারকৃত মূল্যবান জিনিসপত্র পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জিআরপির সংশ্লিষ্ট ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রেল ব্যবহারকারীদের দিকনির্দেশনা এবং সহায়তা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত। ট্রেন ভ্রমণের সময় কোনও সমস্যার সম্মুখীন হলে রেল যাত্রীরা ১৩৯ (টোল-ফ্রি) নম্বরে ডায়াল করতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways and RPF: ভারতীয় রেলে আরপিএফের দারুণ পারফরম্যান্স, কোনও অপরাধ হলেই রেয়াত নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল