সমস্ত যোগ্য প্রার্থীকে কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষায় বসতে হবে যা দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। নিয়োগ প্রক্রিয়ার প্রথম পর্যায় ইতিমধ্যে ২৫ নভেম্বর, ২০২৪ থেকে শুরু হয়েছে এবং ২৯ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত চলবে।
advertisement
অবশিষ্ট পর্যায় মার্চ, ২০২৫ থেকে শুরু হবে।একটি স্বচ্ছ্ পদ্ধতিতে নিয়োগ পরীক্ষা পরিচালনা করতে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সহযোগিতা চাওয়া হয়েছে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পরীক্ষা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সহযোগিতায় পরিচালনা করা হচ্ছে।
এই বিশাল নিয়োগ অভিযান সুচারুরূপে পরিচালনার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় স্থাপন করতে রাজ্যের একজন বরিষ্ঠ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।
প্রার্থীদের প্রামাণিকতা নিশ্চিত করতে আধার ভিত্তিক পরিচয় পরীক্ষা প্রত্যেক যোগ্য প্রার্থীরই করা হয়। উল্লেখ্য, ২০১৪-২৪ সময়ে প্রায় ৫ লক্ষ কর্মী যোগদান করেছে ভারতীয় রেলওয়েতে। অন্যদিকে, বিগত দশকে (২০০৪-১৪) মাত্র ৪ লক্ষ কর্মী নিযুক্ত হয়েছিল। পূর্ববর্তী দশকের তুলনায় ভারতীয় রেলওয়ে কর্মসংস্থান দেওয়ার ক্ষেত্রে ২৫ শতাংশ বৃদ্ধি চিহ্নিত করেছে।
আরও পড়ুন: কোন ‘ফলে’ সবচেয়ে বেশি ‘প্রোটিন’ থাকে বলুন তো…? চমকে দেবে ‘নাম’, গ্যারান্টি!
ভারতীয় রেলওয়ের ইতিহাসে প্রথমবারের মতো একটি এমপ্লয়মেন্ট ক্যালেন্ডারও প্রকাশ করা হয়েছে। সমস্ত শূন্যপদের বিজ্ঞপ্তি সময়সূচী অনুযায়ী জারি করা হয়েছে। ক্যালেন্ডারের পরিকল্পনা অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরপিএফ/সাব-ইন্সপেক্টর, টেকনিসিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পদের জন্য কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষার তারিখ জানানো হয়েছিল।
দেশ জুড়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য নিয়োগ পরীক্ষা পাঁচদিন ধরে পরিচালনা করা হয়েছিল। রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে চাকরি ক্ষেত্রে দালালচক্র ও মধ্যভোগীদের থেকে প্রার্থীদের সাবধান হওয়ার পাশাপাশি কোনও ধরনের ফাঁদে না পড়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।