জানা গিয়েছে সোমবার সোমবার বড়সড় নাশকতার ছক করে দুষ্কৃতিরা। দিল্লি থেকে আসামের ডিব্রুগড় যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস (২০৫০৪)। সোমবার সন্ধ্যায়, অজ্ঞাত দুষ্কৃতীরা ডালেলনগর এবং উমারতালি স্টেশনের মধ্যে কিলোমিটার মার্কার ১১২৯/১৪ এ ট্র্যাকে আর্থিং তার ব্যবহার করে কাঠের টুকরো বেঁধে রেখেছিল।
advertisement
তবে সঠিক সময়ে রাজধানী এক্সপ্রেসের লোকো পাইলটের নজরে আসে ওই কাঠের টুকরো। ব্রেক কষে ট্রেন থামানো গিয়েছে দুর্ঘটনার আগেই। রেলের ট্র্যাক থেকে কাঠের টুকরো গুলি সরিয়ে খবর দেওয়া রেলওয়ে কর্মকর্তাদের।
রাজধানীর পাশাপাশি, কাঠগোদাম এক্সপ্রেস (১৫০৪৪)-কে লাইনচ্যুত করার দ্বিতীয় প্রচেষ্টা করা হয়েছিল, যা লোকো পাইলটের সতর্কতার কারণে ব্যর্থ হয়। সুপারিনটেনডেন্ট নীরজ কুমার জাদাউন সোমবার সন্ধ্যায় সাইটটি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা জারি করেন। সরকারী রেলওয়ে পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং স্থানীয় পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।