TRENDING:

রেলের কামরায় এখন নিজস্ব বেডরুম সঙ্গে রাঁধুনি ফ্রি

Last Updated:

ভারতীয় রেলে পক্ষ থেকে যাত্রী সাধারণকে এক উপহার । এই প্রথম ট্রেনের কোচে যাত্রীদের জন্য থাকবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাক্তিগত সেলুন এবং কামরা সংযুক্ত শৌচালয় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় রেলে পক্ষ থেকে এক উপহার । এই প্রথম ট্রেনের কোচে যাত্রীদের জন্য থাকবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাক্তিগত সেলুন এবং কামরা সংযুক্ত শৌচালয় ।
advertisement

Image : Network 18শোবার ঘর

শুক্রবার এই যাত্রার শুভ সূচনা হয় ৬ জনকে  নিয়ে, নয়াদিল্লি স্টেশন থেকে রওনা হয় এই বিশেষ পরিষেবা গন্তব্য জম্মু এই ৬ জন ভিআইপি গ্রাহকই প্রথম এই বিলাস বহুল সফরের সফরসঙ্গী উচ্চপদস্থ সেলুনের পরিষেবা কারা উপভোগ করবেন , সেই বিষয় কৌতুহলের সীমা নেই ।

advertisement

Image : Network 18প্রথম যাত্রী

আইআরসিটিসি সূত্রে জানা গেছে প্রাথমিক ভাবে এই পরিষেবা রেলওয়ের উচ্চপদস্থ কর্তাদের জন্য সংরক্ষিত থাকবে এবং তাঁরা এমন সব জায়গায় পোঁছানোর পরিকল্পনা করা হয়েছে যে জায়গা রাস্তা বা বায়ু চলাচল নেই। আগে যা ছিল জনগণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ।

advertisement

Image : Network 18

এই বিশেষ পরিষেবাটির ব্য়বস্থা করেছে রয়্যাল ইন্ডিয়া ট্রেন কম্পানি নামক একটি সংস্থা্  । ৬ জন বিশেষ গ্রাহক এই বিলাসী পরিষেবা উপভোগ করবেন । এই সেলুন কামরার যাত্রাপথ দিল্লি থেকে জম্মু পর্যন্ত ।

advertisement

আইআরসিটিসি  বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই যাত্রাপথের প্রাথমিক খরচ  ২ লক্ষ টাকা ।  আরও একটু বিস্তারিত ভাবে জানা যাক এই সেলুন কামরা সম্পর্কে সেলুন কামরা হল এমন এক ঘর যা বিশেষ ক্ষেত্রের বা বাজের জন্য ব্যবহৃত হয়, এর বিশেষ বৈশিষ্ট্য ১টি লিভিং রুম, ২ টো শীতাতপ নিয়ন্ত্রিত শোবার ঘর, সাথে অন্য সমস্ত শীতাতপ নিয়ন্ত্রিত রেলের কামরায় যা যা সুযোগ থাকে এই ক্ষেত্রেও তাই থাকবে । সংযুক্ত শৌচালয়, ডাইনিং রুম, অত্যাধুনিক রান্নাঘর এটিও বিশিষ্ট ও ব্যক্তি খ্যাতনামা ব্যাক্তিদের কথা মাথায় রেখেই ভাবা হয়েছে । ভবিষ্যতে এই প্রতিটি ক্ষেত্রেই পরিষেবার জন্য ধার্য শুল্ক দিতে হবে ।

advertisement

এই সবের সঙ্গে জনগণের জন্য থাকবে অত্যাধুনিক রেস্তোঁরার ব্যবস্থাও । যাত্রীদের যাতে গন্তব্যে পোঁছানোর জন্য পরিষেবা সংক্রান্ত কোনও অসুবিধা না হয় তার জন্য এসি মেকানিক থেকে শুরু করে সেলুন রক্ষাণাবেক্ষণের জন্য জন্য আলাদা করে কর্মী রেখেছে ।

৪ দিনের এই যাত্রা শুরু হবে আজ থেকেই প্রত্যাবর্তন ২ এপ্রিল । পুরনো দিল্লি স্টেশন থেকে  জম্মু মেলের  যাত্রা শুরু হবে ।  সেলুন এই পরিষেবা বেশ অভিনবত্ব এনেছে পরিষেবার ক্ষেত্রে, এর পুরোটাই আরআরসিটিসি তত্বাবধানে আছে ।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই সিদ্ধান্তটি গ্রহণ করেছিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহারি জানুয়ারিতে ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থার সাথে কথা বলার পরই । এখন রেলের মোট ৩৬৬ টি সেলুন আছে যার মধ্যে ৬২ টি সেলুন শীতাতপ নিয়ন্ত্রিত ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রেলের কামরায় এখন নিজস্ব বেডরুম সঙ্গে রাঁধুনি ফ্রি