আরও পড়ুন: ট্রেনের টিকিটে ‘এই’ কোড থাকলেই বুঝবেন তা নিশ্চিত হওয়ার সম্ভাবনা কম! আগে থেকে সতর্ক হয়ে যান
ভারতীয় রেলওয়ে ট্রেন এবং স্টেশনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। এর ফলস্বরূপ স্টেশন চত্বর এবং চলন্ত ট্রেনগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা হচ্ছে। একই সঙ্গে, রেলে নোংড়া যারা ছড়িয়ে রাখে, তাদের ধরার জন্য ২২৫৯টি অভিযান চালিয়েছে। এই অভিযানের সময় ১২,৬০৯ জনের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। ১৭৭,১৩৩ জনকে রেলওয়ে চত্বরের মধ্যে আবর্জনা না ফেলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: IRCTC দিচ্ছে দারুণ সুযোগ, কম খরচে ঘুরে আসুন ভুবনেশ্বর, চিল্কা এবং পুরী! কীভাবে বুক করবেন জানুন
ট্রেনে ধরা পড়া যাত্রীদের মধ্যে এমন অনেকেই ছিলেন, যারা বাড়ির তৈরি খাবার নিয়ে এসিতে যাত্রা করছিলেন এবং খাবার খাওয়ার পরে বাকি খাবার ও প্যাকেজিং সামগ্রী সেখানেই ফেলে দিয়েছিলেন। একইভাবে, রেলওয়ে স্টেশনগুলোতে মানুষ পরিবারের সঙ্গে বসে খাবার খান এবং খাওয়ার পরে নোংড়া জিনিস সেখানেই ফেলে রেখে চলে যান। এই ধরনের যাত্রীরাই তদন্ত অভিযানে ধরা পড়ে এবং তাদের জরিমানা দিতে বাধ্য করা হয়।
কিছু যাত্রী নানা ধরনের যুক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। কেউ বললেন, ট্রেন আসছিল, তাই নোংড়াগুলি সেখানেই ফেলে দিয়েছেন৷ কেউ আবার বলেন, খাবার খাওয়ার পরে আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলে গিয়েছেন। তবে টিটি কারও কথাই শোনেননি এবং সবার ওপর জরিমানা বসিয়ে দিয়েছেন। এ নিয়ে যাত্রীরা বললেন, এর চেয়ে ভাল ছিল বাইরে থেকে খাবার খেয়ে নেওয়া, তাহলেই আর ঝামেলার পড়তে হত না।