এই প্রকল্পটি জয়পুরের খাতিপুরা রেলওয়ে স্টেশনে পরীক্ষামূলকভাবে (pilot project) চালু হয়েছে এবং প্রথমে কিছু নির্দিষ্ট ট্রেনে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। সফল হলে সারা দেশে চালু করা হবে।
এই পদক্ষেপের উদ্দেশ্য হল, যাত্রীদের দেওয়া সাধারণ সাদা কম্বলের পরিবর্তে এমন কিছু দেওয়া, যা আরও পরিচ্ছন্ন, আকর্ষণীয় এবং আরামদায়ক হবে। কারণ আগে অনেক যাত্রী কম্বলের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ জানিয়েছেন।
advertisement
প্রথম দিন এই নতুন কভার সরবরাহ করা হয় জয়পুর–আহমেদাবাদ (আসারভা) এক্সপ্রেসে, যা রাত ৮:৪৫-এ যাত্রা শুরু করে। যাত্রীরা এই নতুন প্রিন্টেড কম্বল কভার পেয়ে বেশ খুশি হয়েছেন।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই নতুন উদ্যোগের সূচনা করেছেন এবং জানিয়েছেন, নতুন কম্বল কভারগুলি ধোয়া যায়, দীর্ঘস্থায়ী এবং সহজে রক্ষণাবেক্ষণযোগ্য। তিনি আরও বলেন, এই কাপড়টি খুব সতর্কতার সঙ্গে নির্বাচন করা হয়েছে যাতে টেকসই হওয়ার পাশাপাশি মানও বজায় থাকে।
আরও পড়ুন- কেন চিকিৎসক স্ত্রীকে ঠান্ডা মাথায় সরিয়ে দেন ডাক্তার স্বামী? বেঙ্গালুরু কাণ্ডে নয়া মোড়
তিনি এটাও উল্লেখ করেন, এই প্রকল্পটি শুধু যাত্রীদের আরাম নয়, বরং ভারতীয় হস্তশিল্প ও বস্ত্রশিল্পকে উৎসাহ দেওয়ার একটি প্রয়াস। এই প্রিন্টেড কভার যাত্রীদের খুবই পছন্দ হবে বলে তিনি আশাবাদী। হয়তো খুব শিগগির ভারতের সমস্ত ট্রেনের এসি কোচে এরকম প্রিন্টেড কম্বল দেখতে পাওয়া যাবে। ফলে রেলের এসি কোচে দীর্ঘদিন ধরে থাকা সাদা রঙের কভার পরানো কম্বলের এবার ছুটি হতে পারে।