TRENDING:

Punjab News: বিয়ে করতে ভারতে এলেন ৭১ বছরের মার্কিন মহিলা, তার পরই উধাও! কী করলেন হবু স্বামী?

Last Updated:

গত জুলাই মাসেই রুপিন্দরকে খুন করা হয়৷ দিদির ফোন টানা সুইচড অফ পেয়ে গত ২৮ জুলাই দিল্লির মার্কিন দূতাবাসকে বিষয়টি জানান রুপিন্দরের বোন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিয়ে করতে ভারতে এসে খুন হলেন ৭১ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন মহিলা৷ মৃতার নাম রুপিন্দর কউর পান্ধার৷ তিনি আমেরিকার সিয়াটেলের বাসিন্দা ছিলেন৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ইংল্যান্ড নিবাসী একজন প্রবাসী ভারতীয়কে বিয়ে করতেই পঞ্জাবে এসেছিলেন রুপিন্দর৷
বিয়ে করতে পঞ্জাবে এসেছিলেন রুপিন্দর সিং পান্ধার৷
বিয়ে করতে পঞ্জাবে এসেছিলেন রুপিন্দর সিং পান্ধার৷
advertisement

জানা গিয়েছে, গত জুলাই মাসেই রুপিন্দরকে খুন করা হয়৷ দিদির ফোন টানা সুইচড অফ পেয়ে গত ২৮ জুলাই দিল্লির মার্কিন দূতাবাসকে বিষয়টি জানান রুপিন্দরের বোন৷ এর পরই দিল্লির মার্কিন দূতাবাসের পক্ষ থেকে পঞ্জাব পুলিশকে রুপিন্দরের খোঁজ করার জন্য অনুরোধ করা হয়৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ইংল্যান্ড নিবাসী চরণজিৎ সিং গ্রেওয়াল নামে একজন প্রবাসী ভারতীয়ই রুপিন্দরকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভারতে ডেকেছিলেন৷ কিন্তু বিয়ের টোপ দিয়ে রুপিন্দরকে খুনের ছক কষেন তিনি৷

advertisement

রুপিন্দরের খোঁজ করতে নেমে প্রথমে পঞ্জাবের মালহা পট্টির বাসিন্দা সুখজিৎ সিং সোনুকে গ্রেফতার করে পুলিশ৷ জেরায় সুখজিৎ স্বীকার করে, চরণজিতের নির্দেশেই রুপিন্দর নামে ওই মার্কিন মহিলাকে নিজের বাড়িতে খুন করে একটি গুদামের ভিতরে তাঁর দেহ জ্বালিয়ে দেয় সে৷ খুনের জন্য চরণজিৎ তাকে ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল বলে দাবি করে ধৃত ব্যক্তি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তদন্তে পুলিশ জানতে পেরেছে, আর্থিক কারণেই রুপিন্দরকে খুন করেছে চরণজিৎ৷ ভারতে আসার আগে রুপিন্দর নামে ওই মহিলা হবু স্বামী চরণজিতের অ্যাকাউন্টে মোটা টাকা ট্রান্সফার করেছিলেন বলে দাবি পুলিশের৷ অভিযুক্ত চরণজিৎ সিং গ্রেওয়াল এখনও পলাতক৷

বাংলা খবর/ খবর/দেশ/
Punjab News: বিয়ে করতে ভারতে এলেন ৭১ বছরের মার্কিন মহিলা, তার পরই উধাও! কী করলেন হবু স্বামী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল