TRENDING:

Punjab News: বিয়ে করতে ভারতে এলেন ৭১ বছরের মার্কিন মহিলা, তার পরই উধাও! কী করলেন হবু স্বামী?

Last Updated:

গত জুলাই মাসেই রুপিন্দরকে খুন করা হয়৷ দিদির ফোন টানা সুইচড অফ পেয়ে গত ২৮ জুলাই দিল্লির মার্কিন দূতাবাসকে বিষয়টি জানান রুপিন্দরের বোন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিয়ে করতে ভারতে এসে খুন হলেন ৭১ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন মহিলা৷ মৃতার নাম রুপিন্দর কউর পান্ধার৷ তিনি আমেরিকার সিয়াটেলের বাসিন্দা ছিলেন৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ইংল্যান্ড নিবাসী একজন প্রবাসী ভারতীয়কে বিয়ে করতেই পঞ্জাবে এসেছিলেন রুপিন্দর৷
বিয়ে করতে পঞ্জাবে এসেছিলেন রুপিন্দর সিং পান্ধার৷
বিয়ে করতে পঞ্জাবে এসেছিলেন রুপিন্দর সিং পান্ধার৷
advertisement

জানা গিয়েছে, গত জুলাই মাসেই রুপিন্দরকে খুন করা হয়৷ দিদির ফোন টানা সুইচড অফ পেয়ে গত ২৮ জুলাই দিল্লির মার্কিন দূতাবাসকে বিষয়টি জানান রুপিন্দরের বোন৷ এর পরই দিল্লির মার্কিন দূতাবাসের পক্ষ থেকে পঞ্জাব পুলিশকে রুপিন্দরের খোঁজ করার জন্য অনুরোধ করা হয়৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ইংল্যান্ড নিবাসী চরণজিৎ সিং গ্রেওয়াল নামে একজন প্রবাসী ভারতীয়ই রুপিন্দরকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভারতে ডেকেছিলেন৷ কিন্তু বিয়ের টোপ দিয়ে রুপিন্দরকে খুনের ছক কষেন তিনি৷

advertisement

রুপিন্দরের খোঁজ করতে নেমে প্রথমে পঞ্জাবের মালহা পট্টির বাসিন্দা সুখজিৎ সিং সোনুকে গ্রেফতার করে পুলিশ৷ জেরায় সুখজিৎ স্বীকার করে, চরণজিতের নির্দেশেই রুপিন্দর নামে ওই মার্কিন মহিলাকে নিজের বাড়িতে খুন করে একটি গুদামের ভিতরে তাঁর দেহ জ্বালিয়ে দেয় সে৷ খুনের জন্য চরণজিৎ তাকে ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল বলে দাবি করে ধৃত ব্যক্তি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তদন্তে পুলিশ জানতে পেরেছে, আর্থিক কারণেই রুপিন্দরকে খুন করেছে চরণজিৎ৷ ভারতে আসার আগে রুপিন্দর নামে ওই মহিলা হবু স্বামী চরণজিতের অ্যাকাউন্টে মোটা টাকা ট্রান্সফার করেছিলেন বলে দাবি পুলিশের৷ অভিযুক্ত চরণজিৎ সিং গ্রেওয়াল এখনও পলাতক৷

বাংলা খবর/ খবর/দেশ/
Punjab News: বিয়ে করতে ভারতে এলেন ৭১ বছরের মার্কিন মহিলা, তার পরই উধাও! কী করলেন হবু স্বামী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল