নিহাদ জানান, কিরকুকের কাছে তাকে অপহরণ করা হয় ৷ এরপর তাকে মোসুলে আবু ধর নামে আইএসআইএস নেতার হাতে তুলে দেওয়া হয় ৷ সেখানে বেশ কয়েকদিন তাকে যৌনদাসী হিসেবে দিন কাটাতে হয় ৷ তবে সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে যে আবু ধরই সিদ্ধার্থ কিনা তা এখনও স্পষ্ট নয় ৷ তবে সিদ্ধার্থর ছবি দেখানো হলে নিহাদ তাকে চিনে ফেলে এবং একই সঙ্গে খুব ভয় পেয়ে যায় ৷ মহম্মদ এমওয়াজি নামে পূর্বতন ‘জিহাদি জনের’ জায়গায় দায়িত্ব পেয়েছেন নতুন জিহাদি জন সিদ্ধার্থ ৷ কয়েকদিন আগে ড্রোণ হামলায় প্রাণ হারায় মহম্মদ এমওয়াজি ৷ আইএসআইএস-এর ভিডিওতে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা ব্যক্তি যে সিদ্ধার্থ সেই নিয়ে প্রশ্ন উঠে এই বছরের শুরুর দিকে ৷ এরপর সিদ্ধার্থের বোন কণিকা ধর হাউস অফ কমন্স-এর স্বরাষ্ট্র বিষয়ক কমিটির সামনে হাজির হয় ৷ সেখানে তিনি দাবি করেন যে ভিডিতে দেখানো ব্যক্তি তার দাদা সিদ্ধার্থ নয় ৷
advertisement