শুধু মহড়াই নয় একই সঙ্গে চলছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। দুরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে ভারতের যুদ্ধজাহাজগুলি সম্পূর্ণ সক্ষম তা বিশ্বকে বোঝাতেই এই মহড়া বলে মনে করছেন অনেকে।
অনেকেই মনে করছেন, প্রত্যাঘাতের বার্তা দিয়ে রাখছে ভারত। নৌসেনার পক্ষ থেকে সরাসরি কিছু বলা না হলেও সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধের জন্য তারা সদা প্রস্তুত।
advertisement
আরও পড়ুন: ‘কোন জঙ্গি নাম-পরিচয় জেনে গুলি চালায়? এটা সম্ভব?’, নিহতের স্ত্রীর মানসিক স্থিতিতে প্রশ্ন
এই নৌসেনার মহড়ায় ব্যবহার করা হয়েছিল একাধিক ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র। সংবাদসূত্রের খবর, এই মহড়ায় রীতিমত চটেছে পাকিস্তান। আরব সাগরের বুকে এই মহড়া প্রসঙ্গে ইতিমধ্যেই এক বিবৃতি জারি করেছে ইসলামাবাদ।
আরও পড়ুন: ৯০ ঘণ্টা পার, এখনও পাকসেনার কবলে হুগলির বিএসএফ জওয়ান,পাঠানকোট যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী
উল্লেখযোগ্য ভাবে, ভারতীয় স্থলবাহিনী শনিবার একটি ভিডিও বার্তা প্রকাশ করে। সেখানেও ছিল প্রত্যাঘাতের বার্তা। সেখানেও সেনা জানিয়েছিল, দেশের স্বার্থরক্ষার জন্য যে কোনও পরিস্থিতির জন্য মোকাবিলা করতে প্রস্তুত। রবিবার মহড়ায় একই বার্তা দিল নৌসেনাও।
গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁও-তে পর্যটকদের জঙ্গিহামলার ঘটনা ঘটে। এক বিদেশি সহ সেই ঘটনায় মৃত্যু হয় ২৬ জনের। এরপর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকে।
স্থগিত করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি। এই জল বন্ধ করাকে ‘যুদ্ধ’ হিসাবে দেখা হবে বলে জানিয়েছিল পাকিস্তান। এর মাঝেই নৌসেনার এই মহড়ার বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ।