TRENDING:

National News: তিন নারী...আর অতল-উত্তাল সমুদ্র! ভারতীয় ইতিহাসে অভূতপূর্ব ঘটনা..সেনা-নারীশক্তির জয় জয়কার

Last Updated:

এই ভ্রমণে চারটি আন্তর্জাতিক বন্দর ভ্রমণ করা হবে—অস্ট্রেলিয়ার ফ্রিম্যান্টল, নিউজিল্যান্ডের লিটেলটন, কানাডার পোর্ট স্ট্যানলি এবং দক্ষিণ আফ্রিকার কেপ টাউন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ, বৃহস্পতিবার নয়াদিল্লির সাউথ ব্লক থেকে ভার্চুয়ালি বিশ্বের প্রথম তিন বাহিনীর সর্বমহিলা নৌ-অভিযান ‘সমুদ্র প্রদক্ষিণ’ এর শুভসূচনা করলেন। মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে শুরু হওয়া এই ঐতিহাসিক বিশ্বপ্রদক্ষিণ যাত্রায় অংশ নিচ্ছেন সেনা, নৌ ও বায়ুসেনার ১০ জন মহিলা অফিসার। তাঁরা আগামী নয় মাস ধরে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৫০ ফুট দীর্ঘ ইয়ট ‘আইএএসভি ত্রিবেণী’তে ভর করে প্রায় ২৬ হাজার নটিক্যাল মাইল সমুদ্রপথ অতিক্রম করবেন। অভিযাত্রীরা দুইবার নিরক্ষরেখা অতিক্রম করবেন এবং তিনটি অন্তরীপ—কেপ লিউইন, কেপ হর্ন ও কেপ অফ গুড হোপ প্রদক্ষিণ করবেন। এর পাশাপাশি তাঁরা অতিক্রম করবেন দক্ষিণ মহাসাগর ও ড্রেক প্যাসেজের মতো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ।
সমুদ্র অভিযানে নজির: তিন বাহিনীর মহিলা অফিসারদের নিয়ে বিশ্বপ্রদক্ষিণ যাত্রার সূচনা
সমুদ্র অভিযানে নজির: তিন বাহিনীর মহিলা অফিসারদের নিয়ে বিশ্বপ্রদক্ষিণ যাত্রার সূচনা
advertisement

প্রতিরক্ষামন্ত্রী এই বিশ্বপ্রদক্ষিণ অভিযাত্রাকে নারীশক্তি, তিন বাহিনীর ঐক্য, আত্মনির্ভর ভারত এবং সামরিক কূটনীতির প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, ‘‘এটি শুধু সমুদ্রযাত্রা নয়, এটি এক ধরণের ইচ্ছাশক্তির পরিচয়। তিনি আশাবাদী যে ভারতীয় মহিলা অফিসাররা তাঁদের সাহস ও অধ্যবসায় দিয়ে বিশ্বকে দেখাবেন, ভারতীয় নারীর সামর্থ্যের কোনও সীমা নেই।’’

আরও পড়ুন: প্রাথমিকেও রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে ‘সিস্টেমেটিক ফ্রড’! SSC কে দেখিয়ে TET নিয়েও উঠল সওয়াল

advertisement

অভিযানের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অনুজা বরুডকর। তাঁর সঙ্গে রয়েছেন স্কোয়াড্রন লিডার শ্রদ্ধা পি রাজু, মেজর করমজিত কৌর, মেজর অমিতা দালভি, ক্যাপ্টেন প্রজক্তা নিকম, ক্যাপ্টেন দৌলি বুটোলা, লেফটেন্যান্ট কম্যান্ডার প্রিয়াঙ্কা গুসাইন, উইং কম্যান্ডার Vibha Singh, স্কোয়াড্রন লিডার অরভি জয়দেব ও বৈশালী ভান্ডারি। তিন বছরের কঠোর প্রশিক্ষণ শেষে তাঁরা এই অভিযানে নেমেছেন। এর আগে মুম্বই-সেশেলস-মুম্বই আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছেন।

advertisement

এই ভ্রমণে চারটি আন্তর্জাতিক বন্দর ভ্রমণ করা হবে—অস্ট্রেলিয়ার ফ্রিম্যান্টল, নিউজিল্যান্ডের লিটেলটন, কানাডার পোর্ট স্ট্যানলি এবং দক্ষিণ আফ্রিকার কেপ টাউন। প্রতিটি বন্দরেই ভারতীয় সংস্কৃতি ও সশস্ত্র বাহিনীর শক্তি তুলে ধরা হবে। শুধু সমুদ্রযাত্রা নয়, অভিযাত্রীরা গবেষণামূলক কাজেও অংশ নেবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির সহযোগিতায় তাঁরা সমুদ্রের মাইক্রোপ্লাস্টিক দূষণ, সামুদ্রিক প্রাণবৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ নিয়ে তথ্য সংগ্রহ করবেন।

advertisement

আরও পড়ুন: নাগরিক হওয়ার আগেই ভোটার হওয়ার অভিযোগ, সনিয়া গান্ধির বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভারতের ইতিহাসে এর আগে ক্যাপ্টেন দিলীপ দোন্দে এবং কমান্ডার অভিলাষ টমি একক বিশ্বপ্রদক্ষিণে সাফল্য অর্জন করেছিলেন। এছাড়া নৌবাহিনীর মহিলারা ‘নাভিকা সাগর পরিক্রমা’ অভিযানে বিশ্বকে চমকে দিয়েছিলেন। এবারে ‘সমুদ্র প্রদক্ষিণ’ সেই ধারায় নতুন এক সোনালি অধ্যায় যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
National News: তিন নারী...আর অতল-উত্তাল সমুদ্র! ভারতীয় ইতিহাসে অভূতপূর্ব ঘটনা..সেনা-নারীশক্তির জয় জয়কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল