TRENDING:

ভারত অসহিষ্ণু নয়: আদনান সামি

Last Updated:

ভিসা নিয়ে টানাপোড়েন ৷ কোন দেশের মানুষ আদনান স্বামী ৷ বার বার নানা ভাবে ইচ্ছে প্রকাশ করেছিলেন ভারতে থাকার ৷ কিন্তু ভিসা হত বার বার বাতিল ৷ তবে সেই সমস্যার সমাধান হল নতুন বছরেই ৷ ভারতের নাগরিকত্ব পেল গায়ক আদনান স্বামী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভিসা নিয়ে টানাপোড়েন ৷ কোন দেশের মানুষ আদনান সামি ৷ বার বার নানা ভাবে ইচ্ছে প্রকাশ করেছিলেন ভারতে থাকার ৷ কিন্তু ভিসা হত বার বার বাতিল ৷ তবে সেই সমস্যার সমাধান হল নতুন বছরেই ৷ ভারতের নাগরিকত্ব পেল গায়ক আদনান সামি ৷ শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর হাত থেকে ভারতীয় নাগরিকত্ব পেয়ে আদনান স্পষ্টই জানান, ‘আমাকে এই সুন্দর উপহার দেওয়ার জন্য ভারত সরকারের কাছে কৃতজ্ঞ আমি ৷’ গেয়ে ওঠেন তাঁর জনপ্রিয় গান ‘তেরি উঁচি শান হ্যায় মওলা, মুঝকো ভি তু লিফটস করা দে ৷’
advertisement

ভারতীয় নাগরিকত্ব নেওয়ার সময় আদনানের পাশে ছিলেন স্ত্রী রোয়া ৷ রোয়াকে পাশে নিয়েই আদনান জানালেন, ‘কোনও পার্থক্য নেই দু’দেশের ভিতরে ৷ কেননা বিরিয়ানির স্বাদ দু দেশেই এক। পাকিস্তান, ভারত-দু পারেই যথেষ্ট বিরিয়ানি খেয়েছি ৷ ’ তাঁর ভারতীয় নাগরিকত্ব নেওয়া নিয়ে পাকিস্তানে কী প্রতিক্রিয়া, জানতে চাওয়া হলে সামি জানান, মিশ্র অনুভূতি রয়েছে সেখানে। তবে ভারত ও তার জনগণের প্রতি তাঁর ভালবাসা উপলব্ধি করতে পারে তাঁর পরিবার, জানান সে কথাও।

advertisement

‘অসহিষ্ণুতা’ নিয়ে মন্তব্য করতে গিয়ে আদনান বলেন, ‘ভারত মোটেই অসহিষ্ণু নয় ৷ আমার মনে হয়ে এই নিয়ে বিতর্ক বন্ধ হওয়া উচিত ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

একদিকে ভারতের নাগরিকত্ব পেল আদনান, অন্যদিকে হায়দরাবাদ থেকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হল পাকিস্তানি গায়ক রাহাত ফতে আলি খানকে ৷ অভিযোগ, হায়দরাবাদ দিয়ে ভারতে ঢুকতে চেয়েছিলেন রাহাত ফতে আলি খান ৷ নিয়ম অনুযায়ী, কোনও পাকিস্তানি নাগরিককে ভারতে ঢুকতে হলে, মুম্বই, চেন্নাই, দিল্লি ও কলকাতা বিমানবন্দর দিয়েই ভারতে ঢুকতে হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভারত অসহিষ্ণু নয়: আদনান সামি