জানা গিয়েছে, এদিন সকালে সীমান্তে টহল দিচ্ছিল ভারতীয় সেনাবাহিনী ৷ সেই সময় তাদের উপর হামলা চালানোর চেষ্টা চালায় ব্যাটের দুই জঙ্গি ৷ তবে ভারতীয় সেনা সত৪ক থাকায় তাদের চেষ্টা বানচাল করে দেয় ৷ পাল্টা জবাবে গুলি চালায় ভারতীয় জওয়ানরা ৷ দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলিবিনিময় চলে ৷ এরপর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ব্যাটের দুই জঙ্গির ৷ মৃত জঙ্গিদের কাছ থেকে একটি AK ৪৭, একটি পিস্তল এবং আরও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
advertisement
এর ঠিক ২৫ দিন আগে কাশ্মীরের কৃষ্ণঘাঁটি সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ পাকিস্তান রেঞ্জার্সের ছোঁড়া রকেটের ঘায়ে মৃত্যু হল দুই ভারতীয় সেনা জওয়ানের ৷ ২ জওয়ান মারা যেতেই, সঙ্গে সঙ্গে তাঁদের মুণ্ডচ্ছেদ করে চলে যায় পাক বাহিনী। ভারতীয় ভূখণ্ডের প্রায় ২৫০ মিটার ভিতরে চলে এসেছিল তারা ৷
সেনাদের অঙ্গচ্ছেদ করার বদলা নিতে নওশেরায় পাক সেনা বাঙ্কার ধ্বংস করল ভারতীয় সেনা। ভারতের গান-মর্টার নিখুঁত লক্ষ্যে উড়িয়ে দিল ৮ থেকে ১০টি পাক সেনার বাঙ্কার।