সদ্যই বিয়ে করলেন ভারতীয় মহিলাকে। তামিলনাড়ুতে এসে সমস্ত রীতিনীতি মেনে গাঁটছড়া বাঁধলেন বাংলাদেশি কন্যা। পাত্রী, সুবিক্ষা সুব্রহ্মণ্য। তামিল ব্রাহ্মণ। নিজেকে উভকামী হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
আরও পড়ুন: ভয় ছিল রাস্তায় ঢিল ছুড়বে না তো, তবু প্রেমের টানে আর এক পুরুষকে বিয়ে অভিষেকের
কানাডায় বাস সুবিক্ষায়। টিনাও সে দেশেই থাকেন। সেখানেই ডেটিং অ্যাপে একে অপরের সঙ্গে আলাপ। ৬ বছর ধরে তাঁরা প্রেম করেন। সদ্যই সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে করবেন। সেই মতো সুবিক্ষা ভারতে ফিরে আসেন। তামিলনাড়ুতে আসেন টিনাও।
advertisement
সুবিক্ষার মা একবারেই মেয়ের বিয়েতে রাজি হয়ে যান। যদিও তাঁর বাবার ভয় ছিল, কোথাও গিয়ে সমাজের আক্রমণের শিকার হবেন না তো! কিন্তু বিয়ে মিটে যায় নির্বিঘ্নে। অনুষ্ঠান হয় মহা আড়ম্বরে। LGBTQIA+ গোষ্ঠীর এক সংস্কৃত গবেষক পৌরহিত্য করেন এই বিয়েতে।
আরও পড়ুন: নিজের মাথায় সিঁদুর পরিয়ে নিজেকেই বিয়ে গুজরাতি তরুণীর, এবার মধুচন্দ্রিমা!
সুবিক্ষার পরিবারের সমর্থন দেখে আপ্লুত টিনা। তাঁর পরিবারের কেউ সেই বিয়েতে উপস্থিত থাকেননি। গত ৩১ অগাস্ট চেন্নাইতে গাঁটছড়া বাঁধেন সুবিক্ষা-টিনা। তার পরেই মধুচন্দ্রিমার উদ্দেশে বেরিয়ে পড়েন কানাডাবাসী নবদম্পতি।