First Post-এর খবর অনুযায়ী, স্থানীয় প্রশাসন কিছু জানাতে রাজি না-হলেও, অনেক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের কাছে গোপনে মুখ খুলেছেন৷ তাঁরা জানান, ভারতের হামলার পরেই স্থানীয় প্রশাসন অকুস্থলে পৌঁছে যায়৷ খানিক ক্ষণের মধ্যেই ওই এলাকা ঘিরে ফেলে পাক সেনা৷ পুলিশকেও ঢুকতে দেওয়া হয়নি৷ মেডিক্যাল টিমের মোবাইল নিয়ে নিজেদের কাছে রেখে দেয় সেনা৷ প্রাক্তন পাক সেনা আধিকারিক ও পরে ISI এজেন্ট কর্নেল সেলিম (এই নামেই স্থানীয়দের কাছে পরিচিত)-এর মৃত্যু হয়েছে ভারতের হামলায়৷
advertisement
জারার জাকরি নামে আরেক ISI এজেন্ট গুরুতর আহত হয়েছে৷ মৃতদের মধ্যে রয়েছে পেশোয়ারের জইশ ই মহম্মদ সদস্য মুফতি মইন, আইইডি বিশেষজ্ঞ উসমান গনি৷ এছাড়াও ১২ জন জইশ ই মহম্মদের ফিদায়েঁ হামলাকারীরও মৃত্যু হয়েছে৷ এই ১২ জন একটি বিল্ডিংয়ে ছিল৷
তবে প্রত্যক্ষদর্শীরা এই দাবি করলেও, ঘটনাস্থলের কোনও ছবি প্রকাশ্যে আসেনি৷ ফলে দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে৷
আরও ভিডিও: আজই দেশে ফিরছেন অভিনন্দন বর্তমান, ওয়াঘা সীমান্ত দিয়ে ফিরবেন উইং কমান্ডার