TRENDING:

India vs New Zealand, 4th ODI in Hamilton: ৮ উইকেটে হেলায় জয় নিউজিল্যান্ডের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত: ৯২, নিউজিল্যান্ড: ৯৩/২ ( ১৪.৪ ওভার)
advertisement

২১২ বল বাকী থাকতেই ৮ উইকেটে জয়ী নিউজিল্যান্ড ৷ সিরিজ ১-৩

#হ্যামিল্টন: সেডন পার্কে ধরাশায়ী রোহিত ব্রিগেড ৷ ৮ উইকেটে হার টিম ইন্ডিয়ার ৷ মাউন্ট মঙ্গানুইতে গত ম্যাচে জিতে ৩-০-তে এগিয়ে যাওয়ার পর সিরিজের বাকী দুটি ম্যাচ এখন নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে ৷ কোহলি-ধোনিরা না খেললেও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই দুটি ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে ৷ বৃহস্পতিবার অবশ্য সেই কাজে ভালমতোই হোঁচট খেল টিম ইন্ডিয়া ৷ প্রথমে ব্যাট করে মাত্র ৯২ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস ৷ ম্যাচ জিততে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের লাগল মাত্র ১৪.৪ ওভার ৷

advertisement

টস জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত ৷ অধিনায়ক রোহিত শর্মা (৭), শিখর ধাওয়ান (১৩), রায়ডু  (০), কার্তিক (০) প্রত্যেকেই ব্যর্থ ৷ রান পাননি এই ম্যাচে অভিষেক হওয়া কেকেআর তারকা শুভমান গিলও (৯) ৷ কিউই পেসার ট্রেন্ট বোল্টের বিধ্বংসী স্পেলের সামনে এদিন দাঁড়াতে পারেননি কোনও ভারতীয় ব্যাটসম্যানই ৷ ১০০-র গণ্ডী টপকাতেও ব্যর্থ তাঁরা ৷ মাত্র ৯৩ রানের টার্গেট একেবারেই কঠিন কাজ ছিল না ৷ গাপ্তিল (১৪), উইলিয়ামসন (১১)-এর উইকেট হারালেও ম্যাচ জেতাতে বেশি সময় লাগেনি নিকোলস (৩০ নট আউট) এবং রস টেলর (৩৭)-এর ৷ সিরিজের শেষ ম্যাচ রবিবার ৩ ফেব্রুয়ারি খেলা হবে ওয়েলিংটনে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
India vs New Zealand, 4th ODI in Hamilton: ৮ উইকেটে হেলায় জয় নিউজিল্যান্ডের