১০ তারিখ থেকে ভারত মহাসাগরে শুরু হতে চলেছে ‘মালাবার এক্সারসাইজ’। ভারতের পাশাপাশি আমেরিকা ও জাপানের নৌসেনা যৌথভাবে মহড়ায় নামতে চলেছে ৷ এই মহড়ায় ভারত এখনও পর্যন্ত সব থেকে বড় নৌবহর পাঠাচ্ছে বলে খবর।
এই বিষয়ে চিনের তরফে জানানো হয়েছে, মালাবার মহড়ার নিশানা কোনও ‘তৃতীয় পক্ষ’ নয় বলেই আশা করা হচ্ছে ৷ এশিয়া মহাদেশের দেশগুলির নিরাপত্তা ও শান্তির কথা মাথায় রাখা হবে বলেও আশা করা হচ্ছে ৷
advertisement
১৯৯২ সালে আমেরিকার সঙ্গে মালাবার মহড়া শুরু হয় ৷ এরপর ২০১৪ থেকে জাপান প্রতিবাছর তাতে অংশগ্রহণ করে ৷ ২০১৩ সাল থেকে ছ’জি সাবমেরিন ভারত মহাসাগরে পাঠিয়েছে চিন ৷ ডোকা লা এলাকায় রাস্তা তৈরিতে বাধা দিতেই চিনের সঙ্গে চাপানউতোর শুরু হয় ভারতের ৷ এই নিয়ে ভুটানের সঙ্গেও মতবিরোধ চলছে চিনের ৷ কিন্তু কেউ পিছু হঠতে রাজি নয় ৷ সিকিম নিয়ে গত কয়েকদিনে দু’দেশের সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে ৷
ভারত জানিয়েছে ডোকালাম ভুটানের ৷ চুক্তি অনুযায়ী ভুটানকে সামরিক ও কূটনৈতিক সমর্থন দেওয়ার কথা ভারতের ৷ তাই সেনা প্রত্যাহার করার কোনও প্রশ্নই নেই ৷
অন্যদিকে চিনের অভিযোগ, ভারত পাঁচশিল চুক্তি লঙ্ঘন করেছে। সেনা সরিয়ে ভারত এই ভুল ঠিক করে নিক বলেও জানিয়েছে তারা। এরই উত্তরে ভারত তাদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছে ৷