তেলেঙ্গানা বিধানসভায় আসন সংখ্যা ১১৯৷ দেখে নেওয়া যাক ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় কোন দলকে কটি আসন দেওয়া হয়েছে-
বিআরএস | কংগ্রেস | বিজেপি | অন্যান্য |
৩৪-৪৪ | ৬৩-৭৩ | ৪-৮ | ৫-৮ |
advertisement
এই সমীক্ষার বিশ্লেষণ অনুযায়ী, তেলেঙ্গানায় বিআরএসের ভোট প্রাপ্তির হার ২০১৮-র তুলনায় ১০ শতাংশ কমে ৩৬ শতাংশ ভোট পেতে পারে বিআরএস৷ আবার কংগ্রেস পেতে পারে ৪২ শতাংশ৷ যা গত বারের তুলনায় ১০ শতাংশ বেশি৷ অ র্থাৎ বিআরএস-এর ভোট এসেছে কংগ্রেসের ঝুলিতে৷ বিজেপি ভোট পেতে পারে ১৪ শতাংশ ভোট৷ আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম পেতে পারে ৩ শতাংশ ভোট৷
ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, গ্রামের মতো শহরাঞ্চলেও ভারত রাষ্ট্র সমিতির ভোটের হার কমেছে৷ তবে রাজধানী হায়দ্রাবাদ এবং তার আশপাশের কেন্দ্রগুলিতেও ভাল ফল করতে পারে বিআরএস৷ কিন্তু দক্ষিণ তেলেঙ্গানায় বিআরএস-এর ভোটে ধস নামার ইঙ্গিত হয়েছে এই বুথ ফেরত সমীক্ষায়৷ আর সেখানেই বাজিমাত করতে পারে কংগ্রেস৷ দক্ষিণ তেলেঙ্গানাতেই গত বিধানসভা ভোটের তুলনায় ২১টি আসন বাড়তে পারে কংগ্রেসের৷ মধ্য তেলেঙ্গানাতেও কংগ্রেসের দারুণ ফল করার ইঙ্গিত রয়েছে৷ মূলত তেলেঙ্গানায় শেষ পর্যন্ত বিআরএস ক্ষমতায় না ফিরলে তার জন্য ক্ষমতাসীন দলের বিধায়কদের প্রতি জনতার ক্ষোভকেই দায়ী করা হচ্ছে৷
আরও পড়ুন: ছত্তিশগড়ে ফিরছে কংগ্রেসই, কী বলছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা?
তেলেঙ্গানার পুরভোটে আশাতীত ভাল ফল করেছিল বিজেপি৷ তবে সেই ফলের রেশ যে পদ্ম শিবির দক্ষিণের রাজ্যটিতে ধরে রাখতে পারেনি, তা বুথ ফেরত সমীক্ষার ফলেই স্পষ্ট৷
কংগ্রেস নেতা ভাট্টি বিক্রমার্ক মল্লু দাবি করেছেন, তেলেঙ্গানায় কংগ্রেস ম্যাজিক ফিগার ৬০ ছাড়িয়ে ৭০-এর কোঠায় চলে যাবে৷ শেষ পর্যন্ত অবশ্য কর্ণাটকের পর আরও একটি দক্ষিণের রাজ্যে কংগ্রেসের পতাকা ওড়ে কি না, তা জানা যাবে আগামী রবিবার৷