দেশে সাপ্তাহিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ৮.৮৫ শতাংশ। দেশে আপাতত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। মোট আক্রান্তের মধ্যে শতাংশের বিচারে ২.২৯ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬৯ হাজার ৯৫৯ ডন। দেশে বর্তমানে সুস্থতার হার দাঁড়িয়ে আছে ৯৬.৩৬ শতাংশে।
আরও পড়ুন - মানুষের পাশে থাকুন, কোভিড কালে বিপন্নদের পাশে থাকতে কর্মীদের নির্দেশ তৃণমূলের
advertisement
করোনার তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে করোনার টিকা। টিকাকরণর কর্মসূচির জন্যই কমেছে হাসপাতালে ভর্তি হওয়ার পরিমাণ, চিকিৎসকমহল একথা স্বীকার করেছে। এখনও পর্যন্ত ভারত মোট ১৫২ কোটি টিকা দিয়েছে। পাশাপাশি সোমবার থেকে শুরু হয়েছে বুস্টার ডোজের টিকাকরণ। প্রথমদিন দেশের প্রায় লক্ষ প্রথম সারির করোনা যোদ্ধা ও ষাটোর্ধ্বরা টিকা পেয়েছেন।
আরও পড়ুন - 'দ্বিচারী কংগ্রেস', জাগোবাংলায় চণ্ডীগড় পুরনিগমের ফল নিয়ে তীব্র আক্রমণ তৃণমূলের
সংক্রমণের দিক থেকে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গের মতো রাজ্য। দিল্লির ক্ষেত্রে বলা হয়েছে, টেস্ট করা প্রতি চার জনের একজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ছে। মহারাষ্ট্রের চেহারাও একই রকম। পশ্চিমবঙ্গেও সংক্রমণ হুহু করে বাড়ছে।
Daily Covid Update: দেশে সাপ্তাহিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ৮.৮৫ শতাংশ। দেশে আপাতত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। মোট আক্রান্তের মধ্যে শতাংশের বিচারে ২.২৯ শতাংশ।