TRENDING:

হাতে এল C-295! সামরিক পরিবহণে আরও শক্তিশালী ভারত... নতুন পালক দেশের মুকুটে

Last Updated:

শোনা যাচ্ছে, ভবিষ্যতে আরও ১০টি অতিরিক্ত C-295 কেনার কথা ভাবছে সরকার। সব মিলিয়ে ভারতীয় বায়ুসেনার পরিবহণ ক্ষমতা একধাপ এগিয়ে যাচ্ছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: আকাশপথে সামরিক পরিবহণ ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত। স্পেনের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী শেষ ধাপের একটি C-295 সামরিক পরিবহণ বিমান হাতে পেল ভারত। এই বিমানের সঙ্গে স্পেন থেকে আসা মোট ১৬টি বিমানের ডেলিভারি শেষ হল। বাকি ৪০টি সমান ক্ষমতাসম্পন্ন বিমান এখন তৈরি হবে ভারতের মাটিতে, দেশের নিজস্ব কারখানায়। প্রতিরক্ষা খাতে ‘মেক ইন ইন্ডিয়া’র এটি অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সামরিক পরিবহনে আরো শক্তিশালী ভারত: নতুন পালক ভারতের মুকুটে
সামরিক পরিবহনে আরো শক্তিশালী ভারত: নতুন পালক ভারতের মুকুটে
advertisement

এই চুক্তি হয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বরে। তখন ঠিক হয়েছিল, ৫৬টি C-295 বিমান কিনবে ভারত। এর মধ্যে ১৬টি পাঠাবে স্পেন, আর বাকি ৪০টি তৈরি হবে ভারতেই—Tata Advanced Systems Limited বা টাটার কারখানায়। আজ স্পেন থেকে শেষ বিমানটি হাতে পেল ভারত, নির্ধারিত সময়ের আগেই। C-295 এমন একধরনের মাঝারি সাইজের সামরিক বিমান, যেটা সৈন্য, মালপত্র, এমনকি বিপদের সময়ে রোগীও বহন করতে পারে। একটানা প্রায় ১১ ঘণ্টা উড়তে পারে এই বিমান । পাহাড়ি বা দুর্গম অঞ্চলে মাল পৌঁছে দেওয়া, নজরদারি চালানো, জরুরি পরিষেবা বা প্যারাট্রুপিং—সবকিছুতেই ব্যবহার করা যায় এই বিমানকে।

advertisement

এই প্রকল্পের সবচেয়ে বড় দিক হল, এবার থেকে এই বিমান তৈরি হবে ভারতের মাটিতে, গুজরাটের ভাদোদরার কারখানায়। এটিই দেশের প্রথম বেসরকারি অ্যাসেম্বলি লাইন, যেখানে সামরিক বিমান তৈরি হবে। টাটার সঙ্গে হাত মিলিয়েছে Airbus, আর এই কারখানায় তৈরি হবে বাকি ৪০টি বিমান। এই পুরো উদ্যোগে শুধু টাটা বা এয়ারবাস নয়, যুক্ত হয়েছে দেশের আরও অনেক ছোট ও মাঝারি শিল্প সংস্থা, যেমন BEL, BDL-সহ প্রায় ৩০টির বেশি কোম্পানি। এর ফলে দেশে তৈরি হবে প্রযুক্তি, তৈরি হবে কাজ, আর বাড়বে আত্মনির্ভরতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শোনা যাচ্ছে, ভবিষ্যতে আরও ১০টি অতিরিক্ত C-295 কেনার কথা ভাবছে সরকার। সব মিলিয়ে ভারতীয় বায়ুসেনার পরিবহণ ক্ষমতা একধাপ এগিয়ে যাচ্ছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
হাতে এল C-295! সামরিক পরিবহণে আরও শক্তিশালী ভারত... নতুন পালক দেশের মুকুটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল