এই চুক্তি হয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বরে। তখন ঠিক হয়েছিল, ৫৬টি C-295 বিমান কিনবে ভারত। এর মধ্যে ১৬টি পাঠাবে স্পেন, আর বাকি ৪০টি তৈরি হবে ভারতেই—Tata Advanced Systems Limited বা টাটার কারখানায়। আজ স্পেন থেকে শেষ বিমানটি হাতে পেল ভারত, নির্ধারিত সময়ের আগেই। C-295 এমন একধরনের মাঝারি সাইজের সামরিক বিমান, যেটা সৈন্য, মালপত্র, এমনকি বিপদের সময়ে রোগীও বহন করতে পারে। একটানা প্রায় ১১ ঘণ্টা উড়তে পারে এই বিমান । পাহাড়ি বা দুর্গম অঞ্চলে মাল পৌঁছে দেওয়া, নজরদারি চালানো, জরুরি পরিষেবা বা প্যারাট্রুপিং—সবকিছুতেই ব্যবহার করা যায় এই বিমানকে।
advertisement
এই প্রকল্পের সবচেয়ে বড় দিক হল, এবার থেকে এই বিমান তৈরি হবে ভারতের মাটিতে, গুজরাটের ভাদোদরার কারখানায়। এটিই দেশের প্রথম বেসরকারি অ্যাসেম্বলি লাইন, যেখানে সামরিক বিমান তৈরি হবে। টাটার সঙ্গে হাত মিলিয়েছে Airbus, আর এই কারখানায় তৈরি হবে বাকি ৪০টি বিমান। এই পুরো উদ্যোগে শুধু টাটা বা এয়ারবাস নয়, যুক্ত হয়েছে দেশের আরও অনেক ছোট ও মাঝারি শিল্প সংস্থা, যেমন BEL, BDL-সহ প্রায় ৩০টির বেশি কোম্পানি। এর ফলে দেশে তৈরি হবে প্রযুক্তি, তৈরি হবে কাজ, আর বাড়বে আত্মনির্ভরতা।
শোনা যাচ্ছে, ভবিষ্যতে আরও ১০টি অতিরিক্ত C-295 কেনার কথা ভাবছে সরকার। সব মিলিয়ে ভারতীয় বায়ুসেনার পরিবহণ ক্ষমতা একধাপ এগিয়ে যাচ্ছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।