ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৯ অগাস্ট থেকে বিদেশ থেকে আসা যে কোনও মূল্যের পার্সেলের উপরে শুল্ক চাপাবে আমেরিকা৷ ট্রাম্পের তৈরি নতুন শুল্ক হার অনুযায়ী এই শুল্ক প্রযোজ্য হবে৷ আগে ৮০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের পার্সেলের উপরে কোনও কর চাপাত না আমেরিকা৷ গত ৩০ জুলাই মার্কিন প্রেসিডেন্টের সই করা নির্দেশিকার ফলে সেই ছাড়ও বন্ধ হয়ে যাচ্ছে৷ যদিও ১০০ মার্কিন ডলার পর্যন্ত চিঠি, পার্সেল শুল্ক মুক্তই থাকছে৷
advertisement
নতুন নির্দেশিকা অনুযায়ী, আমেরিকায় চিঠি এবং পার্সেল পরিবহণের জন্য অনুমোদিত সংস্থাগুলিকে ডাক বিভাগের মাধ্যম পাঠানো যাবতীয় পার্সেল এবং চিঠির উপরে প্রযোজ্য কর আদায় করে নিতে বলা হয়েছে৷ কিন্তু এখনও এই নতুন ব্যবস্থার জন্য তারা তৈরি নয় বলে জানিয়েছে কার্গো পরিবহণের সঙ্গে যুক্তে সেই সমস্ত সংস্থা৷ যে কারণে আমেরিকায় চিঠি অথবা পার্সেল পাঠানো বন্ধ রাখতে হচ্ছে৷
গ্রাহকদের অসুবিধার জন্য ভারতীয় ডাক বিভাগ দুঃখপ্রকাশ করেছে৷ গোটা পরিস্থিতির উপরে তারা নজর রাখছে বলেও ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে৷