TRENDING:

India Pakistan: লক্ষ‍্য ছিল আবাসিক এলাকা! অমৃতসরের আকাশে পাক ‘কামিকাজে ড্রোন’ সফল ভাবে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা

Last Updated:

India Pakistan: পাকিস্তানের কামিকাজে ড্রোনকে সফল ভাবে নিষ্ক্রিয় করেছে ভারতীয় সেনা। অমৃতসরের আকাশে আজ, ভোর ৫.০০ টায় এই আত্মঘাতী ড্রোনকে নিষ্ক্রিয় করে ভারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পাকিস্তানের কামিকাজে ড্রোনকে সফল ভাবে নিষ্ক্রিয় করেছে ভারতীয় সেনা। অমৃতসরের আকাশে আজ, ভোর ৫.০০ টায় এই আত্মঘাতী ড্রোনকে নিষ্ক্রিয় করে ভারত। জনবহুল আবাসিক এলাকাকে লক্ষ‍্য করে এই ড্রোন ছুঁড়েছিল পাক সেনারা।

লক্ষ‍্য ছিল আবাসিক এলাকা! অমৃতসরের আকাশে পাক ‘কামিকাজে ড্রোন’ সফল ভাবে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা
লক্ষ‍্য ছিল আবাসিক এলাকা! অমৃতসরের আকাশে পাক ‘কামিকাজে ড্রোন’ সফল ভাবে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা
advertisement

তবে আকাশেই ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতের প্রতিরক্ষা ব‍্যবস্থা। পাশাপাশি তুর্কির কামিকাজি ড্রোন আঘাত হানার চেষ্টা করে জম্মু ও কাশ্মীরের নৌসেরা এলাকাতেও। এখানেও পাকিস্তান হামলা করতে চেয়েছিল সাধারন বাসিন্দাদের উপরেই। তবে এখানেই ভারতীয় সেনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এই অস্ত্র।

সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানি বাহিনী আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে অমৃতসর, পাঞ্জাবের দিকে একাধিক বাইকার YIHA III কামিকাজে ড্রোনস লঞ্চ করে। লক্ষ‍্য ছিল একেবারে জনবহুল আবাসিক এলাকা। তবে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা (AAD) নেটওয়ার্কের সতর্কতা এবং দ্রুত প্রতিক্রিয়ার ফলে ধ্বংস করা গিয়েছে ড্রোনগুলি। জানা গিয়েছে, ড্রোনগুলি ভারতীয় আকাশসীমা লঙ্ঘনের কয়েক সেকেন্ডের মধ্যে শনাক্ত করে ট্র‍্যাক এবং এনগেজ করা হয়।

advertisement

আরও পড়ুন: একাধিক শহর, মিলিটারি স্টেশন ছিল লক্ষ্য! কিছুই না পেরে পুঞ্চে স্কুল লক্ষ্য করে হামলা পাকিস্তানের! মৃত দুই পড়ুয়া

সেরা ভিডিও

আরও দেখুন
মানবতার জয়গান রক্তদানের আহ্বান! ঘাটালে কালীপুজোর থিমে অভিনব ভাবনা
আরও দেখুন

সীমান্ত রেখা বরাবর এয়ার-ডিফেন্স বন্ধুক এবং AAD গানার্স ড্রোনগুলি মাঝ-আকাশ থেকে নামিয়ে আনে। কোনও ধ্বংসাবশেষ বেসামরিক সম্পত্তিতে পড়েনি এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। প্রাথমিক বিশ্লেষণ থেকে জানা গিয়েছে, এই ড্রোনগুলি সাধারণ মানুষের উপর হামলা চালানোর উদ্দ‍্যেশ‍্যে ছুঁড়েছিল পাক সেনারা। ড্রোনে ভরা ছিল উচ্চ মানের বিস্ফোরক।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan: লক্ষ‍্য ছিল আবাসিক এলাকা! অমৃতসরের আকাশে পাক ‘কামিকাজে ড্রোন’ সফল ভাবে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল