ভারত দ্রুত বৈঠক চাইলেও পাকিস্তান কিন্তু এখনও বেশ কিছুটা রক্ষণাত্মক। দ্রুত বৈঠকের প্রশ্নে ভারতের উল্টো রাস্তাতেও হাঁটতে চাইছে তারা। সকালেই তা স্পষ্ট হয়ে যায় পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র খলিল্লুলাহ কাজির ঘোষণায়।কিন্তু কৌশল বদলে দ্রুত বৈঠকের জন্য তৎপর হয়ে উঠেছে ভারত ৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, বৈঠক পিছিয়ে দিলেও ভারতের সঙ্গে ব্যাকরুম টক চালাচ্ছে পাকিস্তান। বিদেশমন্ত্রকের মুখপাত্রের কথাতেই তা স্পষ্ট হয়েছে এদিন। এই অবস্থায় পাকিস্তানের ওপর চাপ বাড়াতেই আলোচনার রাস্তায় হাঁটতে চাইছে ভারত। যা আদপে ভারতের কূটনীতির অংশ বলেই জানাচ্ছেন কূটনীতিকরা।
advertisement
বৈঠক ঘিরে ভারত-পাক কূটনীতির খতিয়ান অনেকটা এরকম-
১) জইশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ভারতে পাক তদন্তকারীদের পাঠানোর মাধ্যমে সক্রিয়তার বার্তা দিয়েছে নওয়াজ প্রশাসন
২) পাঠানকোট হামলায় পাক যোগের তথ্য বিনিময়ে বৈঠক হওয়াটা জরুরি
৩) বৈঠকে টেনে আনলে পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ তৈরি সহজ হবে
৪) ভারত বৈঠক চাইলে আন্তর্জাতিক মহলের চাপ বাড়বে নওয়াজের ওপর
৫) দ্বিপাক্ষিক বৈঠক হলে জঙ্গিদের বিরুদ্ধে তৎপরতা বাড়াতে বাধ্য হবে নওয়াজ প্রশাসন
ভারতের এই পরিবর্তিত কৌশলে অন্তত প্রথম রাউন্ডে চাপে পাকিস্তান। সন্ত্রাস মোকাবিলায় পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছে হোয়াইট হাউস। জইশ ঘাঁটিতে অভিযানের পর নওয়াজের ওপর কট্টরপন্থীদের চাপ বেড়েছে । এই অবস্থায় বৈঠক স্থগিতের অর্থ তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া। এই সম্ভাবনা এড়াতেই তাই বৈঠক কূটনীতিতে জোর দিচ্ছে কেন্দ্র।