সংঘর্ষবিরতির পর আজ, সোমবার প্রথম আলোচনায় বসতে চলেছে ভারত এবং পাকিস্তান। দু’দেশের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স’ (ডিজিএমও) স্তরে বৈঠক হবে। যদিও, প্রথম তাঁদের সরাসরি কোনও নিউট্রাল জায়গায় বৈঠকে বসার কথা ছিল। তবে, তা হচ্ছে না। হটলাইনে দুপুর ১২টায় ওই বৈঠক শুরু হওয়ার কথা। ওই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসতে পারে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা এবং কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে সাধারণ মানুষের মনে।
advertisement
কাশ্মীর নিয়ে আলোচনায় আগ্রহী নয় ভারত। কারণ, তারা মনে করেন আলোচনা হলে পাক অধিকৃত জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্ত অপরিবর্তিত রেখেই আজকের বৈঠক। কোনও তৃতীয়পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত। অন্যদিকে কিছু পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, সিন্ধু জলচুক্তি নিয়ে আলোচনা হবে দু’দেশের
আরও পড়ুনঃ ভাতের সঙ্গে লেবু মাস্ট? কিন্তু ভাতের সঙ্গে লেবু চিপে খেলে ‘এইসব’ হয়! জানেন কি?
রবিবার সন্ধ্যায় ভারতের তিন বাহিনী একটি যৌথ সাংবাদিক বৈঠক করেছে। সেখানে ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাইও উপস্থিত ছিলেন। সোমবার তাঁর সঙ্গেই আলোচনায় বসতে চলেছেন পাক সেনার ডিজিএমও।