TRENDING:

India-Pakistan Relation: সামনাসামনি নয়, হটলাইনে হবে দুই দেশের DGMO-দের বৈঠক! কী কী বিষয়ে হতে পারে আলোচনা? তাকিয়ে গোটা দেশ

Last Updated:

India-Pakistan Relation: প্রাথমিকভাবে কোনও একটি নিউট্রাল জায়গায় দুই দেশের DGMO-এর বৈঠক হওয়ার কথা থাকলেও। আপাতত, বৈঠক হতে চলেছে হটলাইনে। দুপুর ১২ টায় বৈঠক। বৈঠকে ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ প্রাথমিকভাবে কোনও একটি নিউট্রাল জায়গায় দুই দেশের DGMO-এর বৈঠক হওয়ার কথা থাকলেও। আপাতত, বৈঠক হতে চলেছে হটলাইনে। দুপুর ১২ টায় বৈঠক। বৈঠকে ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। পাকিস্তানের পক্ষে আলোচনায় বসবেন DGMO মেজর জেনারেল কাসিফ আবদুল্লা।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ স্মৃতিশক্তি হবে কম্পিউটারের মতো! প্রতিদিন সন্তানকে দিন এই ৫ খাবার! ক্লাসে ফার্স্ট হওয়া কেউ আটকাতে পারবে না

সংঘর্ষবিরতির পর আজ, সোমবার প্রথম আলোচনায় বসতে চলেছে ভারত এবং পাকিস্তান। দু’দেশের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্‌স’ (ডিজিএমও) স্তরে বৈঠক হবে। যদিও, প্রথম তাঁদের সরাসরি কোনও নিউট্রাল জায়গায় বৈঠকে বসার কথা ছিল। তবে, তা হচ্ছে না।  হটলাইনে দুপুর ১২টায় ওই বৈঠক শুরু হওয়ার কথা। ওই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসতে পারে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা এবং কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে সাধারণ মানুষের মনে।

advertisement

কাশ্মীর নিয়ে আলোচনায় আগ্রহী নয় ভারত। কারণ, তারা মনে করেন আলোচনা হলে পাক অধিকৃত জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্ত অপরিবর্তিত রেখেই আজকের বৈঠক। কোনও তৃতীয়পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত। অন‍্যদিকে কিছু পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, সিন্ধু জলচুক্তি নিয়ে আলোচনা হবে দু’দেশের

আরও পড়ুনঃ ভাতের সঙ্গে লেবু মাস্ট? কিন্তু ভাতের সঙ্গে লেবু চিপে খেলে ‘এইসব’ হয়! জানেন কি?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রবিবার সন্ধ্যায় ভারতের তিন বাহিনী একটি যৌথ সাংবাদিক বৈঠক করেছে। সেখানে ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাইও উপস্থিত ছিলেন। সোমবার তাঁর সঙ্গেই আলোচনায় বসতে চলেছেন পাক সেনার ডিজিএমও।

বাংলা খবর/ খবর/দেশ/
India-Pakistan Relation: সামনাসামনি নয়, হটলাইনে হবে দুই দেশের DGMO-দের বৈঠক! কী কী বিষয়ে হতে পারে আলোচনা? তাকিয়ে গোটা দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল