TRENDING:

Corona: আরও ভয়ঙ্কর পরিস্থিতি, রাশিয়াকে পিছনে ফেলে তৃতীয় স্থানে আসতে পারে ভারত

Last Updated:

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ভারতের থেকে প্রায় সাড়ে চার গুণ ৷ ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে দেশে তাতে মনে করা হচ্ছে খুব শীঘ্রই রাশিয়াকে পিছনে ফেলে করোনা আক্রান্তে তৃতীয় স্থানে উঠে আসতে চলেছে ভারত ৷ বৃহস্পতিবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬.২৬ লক্ষ ৷ করোনা আক্রান্তের নিরিখে বৃহস্পতিবার পর্যন্ত চতুর্থ স্থানে ছিল ভারত ৷ বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা আমেরিকায় ৷ দ্বিতীয় স্থানে ব্রাজিল ও তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ভারতের থেকে প্রায় সাড়ে চার গুণ ৷ ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ ৷ করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকা ও ব্রাজিলে ৷
advertisement

ভারতে কোভিড ১৯ কিছু না কিছু রেকর্ড করেই চলেছে ৷ ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার বৃহস্পতিবার ভারতে ২১ হাজারের বেশি আক্রান্তের মামলা সামনে এসেছিল যা একদিনে আসা সবচেয়ে বেশি সংখ্যা ৷ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশে ৩৭৮ জনের মৃত্যু হয়েছে ৷ এর সঙ্গে দেশে করোনায় মৃতের সংখ্যা প্রায় ১৮ হাজার পেরিয়ে গিয়েছে ৷

advertisement

করোনা আক্রান্তের মামলায় রাশিয়ার কাছকাছি পৌঁছে গিয়েছে ভারত ৷ ভারত ও রাশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার মধ্যে ৩৫ হাজারের পার্থক্য রয়েছে ৷ বৃহস্পতিবার ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৬.২৬ লক্ষ ৷ রাশিয়ায় ৬.৬১ লক্ষ ৷ গত এক সপ্তাহে রাশিয়ায় প্রতিদিন ৬৫০০ কেস সামনে এসেছে যেখানে ভারতে প্রায় ১৮ থেকে ২০ হাজার ৷ মনে করা হচ্ছে এই ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে ভারত শীঘ্রই তৃতীয় স্থানে উঠে আসবে করোনা আক্রান্তের মামলায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনুমান করা হচ্ছে আগামী তিন দিন ভারতে ৫৫ থেকে ৬০ হাজার করোনা আক্রান্তের মামলা সামনে আসতে চলেছে ৷ রাশিয়ায় যা হতে পারে ২০ হাজার ৷ এই হিসেব অনুযায়ী, ৫ জুলাই পর্যন্ত রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৮.৮১ লক্ষ হতে পারে, ভারতে ৬.৮১ থেকে ৬.৮৭ ৷ অর্থাৎ ৫ জুলাই রাত বা ৬ জুলাই সকালে রাশিয়ার থেকে করোনা আক্রান্তের সংখ্যা ভারতে বেশি হয়ে যেতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Corona: আরও ভয়ঙ্কর পরিস্থিতি, রাশিয়াকে পিছনে ফেলে তৃতীয় স্থানে আসতে পারে ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল