রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের (Road Safety World Series 2021) প্রথম সেমিফাইনাল আজ৷ একটু পরে সচিন-লারা যখন টস করতে নামবেন, তখন যেন সবুজ ঘাসে কথা বলবে ইতিহাস৷ সচিন-লারা, দু'জনেই আজ চলমান কিংবদন্তি৷ ক্যারিবিয়ান রাজপুত্র নাকি মাস্টার ব্লাস্টার! তাঁদের প্রজন্মে কে সেরা? এই নিয়ে আজও বিতর্ক চলে৷
মাঠের মধ্যে সচিন-লারার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, মাঠের বাইরে অভিন্ন হৃদয়ের বন্ধু তাঁরা৷ বলা হচ্ছে, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে আজকের এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে৷ দুই দলের দুই অধিনায়কের নামই প্রতিযোগিতার সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচের তকমা দিয়েছে এই ম্যাচকে৷ গত বছর সিরিজের প্রথম ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল। সেবার ভারত অবলীলায় সাত উইকেটে হারিয়েছিল দ্বীপপুঞ্জের দেশকে। এবার লারা চাইবেন সচিনদের হারিয়ে মধুর প্রতিশোধ তুলতে৷
পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে ভারত৷ ছ’ম্যাচের পাঁচটিতে জিতে মগডালে সচিন অ্যান্ড কোং। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ শেষ চারে উঠলেও পারফরম্যান্স ততটা ভাল দিতে পারেনি। তারা তিনটিতে জিতেছে এবং তিনটিতে হেরেছে। ভারতকে বাড়তি অক্সিজেন দিচ্ছে সচিন এবং যুবরাজ সিংয়ের ফর্ম। প্রাক্তনীদের রুদ্ধশ্বাস লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
ভারতে Colors Cineplex, Rishtey Cineplex, and Colors -এ সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচ৷ অনলাইনে স্ট্রিম করে দেখার জন্য Voot App ও JioTV রয়েছে৷