TRENDING:

মাত্র একটা ফোন-কল ! বিপদ থেকে বাঁচার সহজ উপায় নিয়ে এল সরকার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  বিপদ থেকে বাঁচার সহজ উপায় নিয়ে এল কেন্দ্রীয় সরকার ৷ অন্যান্য উন্নতশীল দেশের মতোই এবার সব ভারতীয়দের কাছে থাকবে একটি নির্দিষ্ট হেল্পলাইন নম্বর ৷ এতেই মিলবে সব রকম সাহায্য ৷ নম্বরটি  '112' বা ১১২ ৷ কোনও রকম সমস্যায় পড়লে সোজা ফোন থেকে ডায়েল করা যাবে এই নম্বরে ৷ মিলবে সাহায্য আশ্বাস সরকারের ৷ এই বিশেষ পরিষেবাটি লঞ্চ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷
advertisement

আপতকালীন পরিষেবা হিসেবেই নির্ধারিত হবে এই নম্বরটি ৷ এটিকে বলা হচ্ছে এমার্জেন্সি হেল্পলাইন নম্বর ৷ পুলিশের জন্য ১০০ নম্বরটি ডায়েল করতে হবে, ১০১ আগুন লাগলে ডায়েল করতে হবে, স্বাস্থ্যের জন্য কোন জরুরি পরিষেবা চাইলে ১০৮ ডায়েল করতে হবে ৷ মহিলারা কোনও সমস্যায় পড়লে ১০৯০ নম্বর ডায়েল করতে হবে ৷

আরও পড়ুন মাধ্যমিক শেষে আর ফেরা হল না বাড়ি, মায়ের কোল খালি করে প্রাণ গেল ছাত্রের

advertisement

জরুরি পরিষেবার জন্য ১১২ নম্বর ফোন থেকে ডায়েল করতে হবে বা স্মার্টফোনের পাওয়ার বটন তিনবার টিপতে হবে ৷ তাহলেই এমার্জেন্সি রেসপন্স সেন্টার অ্যাক্টিভেট হবে ৷ এটা না পারলেও বা আপনার কাছে স্মার্টফোন না থাকলে অন্য ফোন থেকে ৫ বা ৯ অনেকক্ষণ চিপে থাকতে হবে ৷ আপনার কোন রকম সাহায্য প্রয়োজন, এটি জানতে পারলেই সরকারিভাবে ১০-১২ মিনিটে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে ৷ তবে এই সময়টা কমিয়ে এনে ৮ মিনিট করা হবে বলেই স্থির হয়েছে ৷ আপাতত এই জরুবি পরিষেবার সুবিধা পাবেন উত্তর প্রদেশ, উত্তরাখান্ড, পঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, তালিমনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাত, পদুচেরি, লক্ষদ্বীপ, আন্দামান, দামন-দিউ, দাদার ও নগর হাভেলি ও জম্মু কাশ্মীরের মানুষ ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
মাত্র একটা ফোন-কল ! বিপদ থেকে বাঁচার সহজ উপায় নিয়ে এল সরকার