আপতকালীন পরিষেবা হিসেবেই নির্ধারিত হবে এই নম্বরটি ৷ এটিকে বলা হচ্ছে এমার্জেন্সি হেল্পলাইন নম্বর ৷ পুলিশের জন্য ১০০ নম্বরটি ডায়েল করতে হবে, ১০১ আগুন লাগলে ডায়েল করতে হবে, স্বাস্থ্যের জন্য কোন জরুরি পরিষেবা চাইলে ১০৮ ডায়েল করতে হবে ৷ মহিলারা কোনও সমস্যায় পড়লে ১০৯০ নম্বর ডায়েল করতে হবে ৷
আরও পড়ুন মাধ্যমিক শেষে আর ফেরা হল না বাড়ি, মায়ের কোল খালি করে প্রাণ গেল ছাত্রের
advertisement
জরুরি পরিষেবার জন্য ১১২ নম্বর ফোন থেকে ডায়েল করতে হবে বা স্মার্টফোনের পাওয়ার বটন তিনবার টিপতে হবে ৷ তাহলেই এমার্জেন্সি রেসপন্স সেন্টার অ্যাক্টিভেট হবে ৷ এটা না পারলেও বা আপনার কাছে স্মার্টফোন না থাকলে অন্য ফোন থেকে ৫ বা ৯ অনেকক্ষণ চিপে থাকতে হবে ৷ আপনার কোন রকম সাহায্য প্রয়োজন, এটি জানতে পারলেই সরকারিভাবে ১০-১২ মিনিটে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে ৷ তবে এই সময়টা কমিয়ে এনে ৮ মিনিট করা হবে বলেই স্থির হয়েছে ৷ আপাতত এই জরুবি পরিষেবার সুবিধা পাবেন উত্তর প্রদেশ, উত্তরাখান্ড, পঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, তালিমনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাত, পদুচেরি, লক্ষদ্বীপ, আন্দামান, দামন-দিউ, দাদার ও নগর হাভেলি ও জম্মু কাশ্মীরের মানুষ ৷
আরও দেখুন